মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

লাল-সবুজের জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে উঠতেই বদলে গেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে এখন হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভারত হয়ে যায় আন্ডারডগ। তবু হংকংয়ের বিপক্ষে নিশ্চিত ড্র ম্যাচ হতাশার সমতা দেখতে হয়েছে। নেপালের বিপক্ষে জেতা ম্যাচ হয়েছে ড্র। হতাশার ওই বৃত্ত ভেঙে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ২২ বছর পর ভারতকে হারানোর কীর্তি গড়েছে।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ছিল এফসি এশিয়ান কাপের বাছাইপর্বের। দুই দলেরই মূল পর্বের আশা আগেই শেষ হয়েছে। তবু ভারতের বিপক্ষে ম্যাচে উচ্ছ্বাসের কমতি ছিল না। ম্যাচটা নিয়মরক্ষার হলেও লড়াই যে মর্যাদার। হামজাদের সমর্থন দিতে গ্রুপ পর্বের শেষ এই ম্যাচেও তাই গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

ঘরের মাঠে ভরা গ্যালারির সুবিধা নিয়ে শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে বাংলাদেশ। তারই ফল পায় ১৩ মিনিটে শেখ মোরসালিনের গোলে। দলের নাম্বার টেন রাকিব গতির সঙ্গে বল নিয়ে প্রতিপক্ষের বক্সের মুখে ঢুকে বাঁ পায়ের টোকায় দারুণ এক পাস দেন। মোরসালিন আলতো টোকায় জালে বল পাঠিয়ে উদযাপনে মাতেন। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভাসে উচ্ছ্বাসে।

ওই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ভারত। সেন্ট্রাল ডিফেন্ডার তারিক কাজী ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশও। আক্রমণে তুলে খেলার চেষ্টা করা ভারত প্রথমার্ধে ভালো একটা সুযোগও পেয়েছিল। ফাঁকা পোস্টে গোল হওয়ার মতো শট নিলেও হামজা চৌধুরী দারুণ বুদ্ধিমত্তায় অনেকটা দৌড়ে পজিশন নিয়ে লাফিয়ে দুর্দান্ত হেডে তা বিপদমুক্ত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ বল পায়ে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে। ভারত সেভাবে গোল শোধ করার সুযোগ তৈরি করতে পারেনি। তবে শেষটায় ম্যাচের গতি কমিয়ে রক্ষণাত্মক খেলার চেষ্টা করতেই বল লাল-সবুজের দলের অর্ধে বলের চাপ বাড়তে থাকে। শেষ ১০ মিনিট গোল শোধ করতে বেশি কিছু আক্রমণ তোলে ভারত। তবে হামজা-শমিতের সঙ্গে জায়ান-তপুর রক্ষণে বল মিতুল মারমার জাল ছোঁয়ার সুযোগ পায়নি।

এর আগে ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয় দিয়ে ৪বার শেষ হাঁসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে। এবারের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম লেগে শিলং থেকে হামজার অভিষেক ম্যাচে দাপট দেখিয়ে গোল শূন্য সমতা করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২:৩২:৩৪   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
লিথুয়ানিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে হলান্ডের নরওয়ে
৩২ দল পেল বিশ্বকাপের টিকিট, অপেক্ষা আরও ১৬ দলের
আর্মেনিয়াকে ৯ গোলে উড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল
নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
ভারতকে ৯৩ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়
মেসি-লাউতারোর গোলে বছরের শেষটা জয়ে রাঙালো আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ