নারায়ণগঞ্জে ব্যাবসায়িক দ্বন্দ্বে যুবক হত্যা, গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ব্যাবসায়িক দ্বন্দ্বে যুবক হত্যা, গ্রেপ্তার ১
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে ব্যাবসায়িক দ্বন্দ্বে যুবক হত্যা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের জিমখানা এলাকার লেকে রমজান (২৩) নামের তরুণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. লিমন হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টায় জিমখানা এলাকায় এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রমজানের মায়ের বন্দর থানায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, রমজান স্থানীয় তানভীর, শাহ আলম বাবু, জাহিদ, নাদিম ও লিমনসহ আরো ১০-১২ জনের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্কে জড়িত ছিলেন। একসময় তাদের সঙ্গে ব্যাবসায়িক দ্বন্দ্ব তৈরি হলে তারা রমজানকে হত্যার হুমকি দিতে শুরু করেন।
অভিযোগ রয়েছে, ১০ অক্টোবর রাত ২টার দিকে মন্ডলপাড়া ব্রিজের পাশের একটি চায়ের দোকানে যাওয়ার পর রমজান আর ফিরে আসেননি। পরের রাতেই তার মরদেহ লেকে পাওয়া যায়।

র‍্যাব-১১ অপারেশন অফিসার গোলাম মর্তুজা জানান, গ্রেপ্তার লিমন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন লেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অজ্ঞাত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে বিভিন্ন মিডিয়ায় খবরটি প্রচারিত হলে নিহতের মা শনাক্ত করেন মরদেহটি তার ছেলে রমজানের।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫১   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন
অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান
নির্বাচনসংশ্লিষ্ট সবার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে : সারজিস
নারায়ণগঞ্জে ব্যাবসায়িক দ্বন্দ্বে যুবক হত্যা, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান: মাসুদুজ্জামান
আড়াইহাজারে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ
ইসলামী আইন চালু হলে সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে থাকবে : মিয়া গোলাম পরওয়ার
একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : গয়েশ্বর
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ