
নারায়ণগঞ্জের জিমখানা এলাকার লেকে রমজান (২৩) নামের তরুণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. লিমন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টায় জিমখানা এলাকায় এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রমজানের মায়ের বন্দর থানায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, রমজান স্থানীয় তানভীর, শাহ আলম বাবু, জাহিদ, নাদিম ও লিমনসহ আরো ১০-১২ জনের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্কে জড়িত ছিলেন। একসময় তাদের সঙ্গে ব্যাবসায়িক দ্বন্দ্ব তৈরি হলে তারা রমজানকে হত্যার হুমকি দিতে শুরু করেন।
অভিযোগ রয়েছে, ১০ অক্টোবর রাত ২টার দিকে মন্ডলপাড়া ব্রিজের পাশের একটি চায়ের দোকানে যাওয়ার পর রমজান আর ফিরে আসেননি। পরের রাতেই তার মরদেহ লেকে পাওয়া যায়।
র্যাব-১১ অপারেশন অফিসার গোলাম মর্তুজা জানান, গ্রেপ্তার লিমন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন লেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অজ্ঞাত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে বিভিন্ন মিডিয়ায় খবরটি প্রচারিত হলে নিহতের মা শনাক্ত করেন মরদেহটি তার ছেলে রমজানের।
বাংলাদেশ সময়: ২৩:৩০:৫১ ৭ বার পঠিত