ষড়যন্ত্র চলছে, চলবেই, আমরা থামবো না: মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্র চলছে, চলবেই, আমরা থামবো না: মান্নান
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



ষড়যন্ত্র চলছে, চলবেই, আমরা থামবো না: মান্নান

বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “ষষড়যন্ত্র ছিল, আছে, চলবে—কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি এবং রাখব না। ধানের শীষের প্রচারণা তৃণমূলেও জনপ্রিয়তার ঢেউ তুলেছে। দল আমাকে মূল্যায়ন করেছে, যা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আস্থার ভিত্তিতে।”

শনিবার (২২ নভেম্বর) পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্নান সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “বিএনপির দুঃসময়ে আমি নেতাকর্মীর পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি দেয়। ধানের শীষে ভোট দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি আমরা উপহার দেব।”

তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা।

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, ধানের শীষের গণজোয়ার কোনো ষড়যন্ত্রেই থামানো যাবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫৮   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান
ভেনেজুয়েলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি
আদমজী ইপিজেড গড়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার
আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র মিললো ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে
বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ
আটলান্টিকে দুটি তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের
রাজনীতিতে প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন খালেদা জিয়া : জয়নুল আবেদীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ