মাসুদুজ্জামানের উদ্যোগে শহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাসুদুজ্জামানের উদ্যোগে শহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



মাসুদুজ্জামানের উদ্যোগে শহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রতি জনগণের সমর্থন সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে সেবামূলক মনোভাব ছড়িয়ে দিতে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, প্রবীণ ও কর্মজীবীরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করতে থাকেন। মাসুদুজ্জামান নিজে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মেডিক্যাল ক্যাম্পে চক্ষু, ডায়াবেটিস এবং সাধারণ রোগের বিভিন্ন শাখার অভিজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। চক্ষু বিভাগে বিনামূল্যে চোখ পরীক্ষা, পাওয়ার নির্ধারণ, প্রয়োজনীয় ওষুধ, আই ড্রপ ও মানসম্মত চশমা দেওয়া হয়। ডায়াবেটিস কর্নারে রক্তে শর্করা পরিমাপ করে রোগীর অবস্থা অনুযায়ী পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের জটিলতা বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন চিকিৎসকরা। স্থানীয় জনগণের সুবিধার্থে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবাও দেওয়া হয়, যা অংশগ্রহণকারীদের কাছে অত্যন্ত উপকারী বলে তারা জানান।

এলাকাবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। নিম্নআয়ের মানুষের জন্য এমন উদ্যোগকে অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের অঙ্গীকার, আর সেই লক্ষ্যেই জনগণের দোরগোড়ায় এমন সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

গণসংযোগ ও ক্যাম্প কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নুরে এলাহি সোহাগ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১২   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৌশভোজের আয়োজন
টেলিকমসহ সব নীতিমালা নির্বাচিত সরকার রিভিউ করবে: আমির খসরু
দলের মজলুম অবস্থায় মুখপাত্রের মতো কাজ করেছি: রুমিন ফারহানা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহ বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম
মাসুদুজ্জামানের উদ্যোগে শহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
ঢাকা-থিম্পু সম্পর্ক জোরদারে শীর্ষ পর্যায়ের আলোচনা
ষড়যন্ত্র চলছে, চলবেই, আমরা থামবো না: মান্নান
সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন নবনিযুক্ত জেলা প্রশাসকের
আমাদের একমাত্র এজেন্ডা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা : সিইসি
ঝুঁকিপূর্ণ স্থাপনায় জরুরি সতর্কবার্তা রাজউক চেয়ারম্যানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ