নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে - সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে - সমাজকল্যাণ উপদেষ্টা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে - সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন বলেছে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত। সরকারের প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা রাখতে হবে। ত্রুটি হলে, ভূল হলে সাংবাদিকরা আছে দেখিয়ে দেয়ার জন্য। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে, তারা সময়মত নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম।

তবে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেশক্তিশালী ভুমিকা রাখতে হবে এবং সরকারের চেয়ে নির্বাচন কমিশনকেই বেশি প্রস্তুতি নিতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিষয়ে তিনি বলেন, পাড়া মহল্লায় নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বাড়ছে। দমনে কাজ করছে সরকার।তিনি আরো বলেন, শিশু নারী নির্যাতন শূন্যের কোঠায় আনতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী ও শিশুরা মুক্ত হাওয়ায় অবাধে চলতে পারবে।

মঙ্গলবার সন্ধায় রংপুর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ‘প্রান্তিক প্রতিবন্ধী, নারী ও শিশুর সুরক্ষায় জনতার কাতারে সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার প্রয়াস। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের প্রচেষ্ঠায় একটি নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বলেন, এই সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের পাশাপাশি নতুন আইন ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে দেশের কাঠামোগত পরিবর্তনে কাজ করছে। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে একটি নিরাপদ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে কাজ করা আহ্বান জানান। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ নজরুল ইসলাম,উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, সমাজসেবা অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক জিলুফা সুলতানাসহ অন্যরা।

অনুষ্ঠানে ‘নারী-শিশুর নিরাপত্তা ও নতুন সামাজিক চুক্তি’নামে তারুণ্যের শপথ পাঠ করা হয়।

রংপুর জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তর, নিরাপদ অ্যালায়েন্স ও টিন-এক্স বাংলাদেশ এই অনুষ্ঠান আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২২:০৭:৩৯   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওআইসি বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্বে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
দুর্নীতি করলে জেলে পচতে হবে : শামা ওবায়েদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন
আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক
রূপগঞ্জে দুই সাংবাদিককে পেটানোর অভিযোগ, গ্রেপ্তার ১
গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে : জেলা প্রশাসক
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে : প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
বিলুপ্ত প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি - মৎস্য উপদেষ্টা
সুনামগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
জামালপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ