এমবাপ্পের চার গোলে রিয়ালের নাটকীয় জয়

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপ্পের চার গোলে রিয়ালের নাটকীয় জয়
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



এমবাপ্পের চার গোলে রিয়ালের নাটকীয় জয়

রিয়াল মাদ্রিদের জার্সিতে গোলের বন্যা বইয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। অলিম্পিয়াকোসের বিপক্ষে করলেন ৪ গোল। তারপরও অনেকটা টেনেটুনেই ৪-৩ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৯ গোল করে শীর্ষ গোলদাতা এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১৮ ম্যাচে ২২টি।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই চমক দেয় অলিম্পিয়াকোস। ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে স্বাগতিকদের এগিয়ে দেন ফ্রান্সিসকো চিকুইনহো। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নেন এমবাপ্পে। মাত্র সাত মিনিটের ব্যবধানে টানা তিন গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের মালিক বনে যান।

ভিনিসিয়ুস জুনিয়রের চোখধাঁধানো পাস থেকে প্রথম গোল, এরপর আরদা গুলারের ক্রসে হেড, শেষে এদুয়ার্দো কামাভিঙ্গার থ্রু-পাস ধরে তৃতীয় গোল। সব মিলিয়ে থামানোর উপায় ছিল না ফরাসি ফরোয়ার্ডকে। পরে তিনি আরও একটি গোল করে নিজের গোলসংখ্যা নিয়ে যান চারটিতে। এর মাঝেই বদলি খেলোয়াড় মেহদি তারেমির হেডে এবং শেষদিকে আয়ুব এল কাবির গোলে ম্যাচে উত্তেজনা ফেরায় অলিম্পিয়াকোস।

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জয় নিয়েই মাঠ ছাড়ে। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন থাকার খরা কাটাল রিয়াল। একই সঙ্গে এটিই এথেন্সে তাদের দশ সফরের প্রথম জয়। বর্তমান পয়েন্ট তালিকায় তারা পাঁচ নম্বরে রয়েছে, শীর্ষে থাকা আর্সেনালের থেকে তিন পয়েন্ট পিছিয়ে। ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ‘আমি দারুণ অনুভব করছি। গোল করতে পারা সব সময়ই আনন্দের।’

বাংলাদেশ সময়: ১৩:৪৪:০২   ৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়
২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল
আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০
বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ