আমিরুলের হ্যাটট্রিকে কোরিয়াকে রুখে দিল যুবারা

প্রথম পাতা » খেলাধুলা » আমিরুলের হ্যাটট্রিকে কোরিয়াকে রুখে দিল যুবারা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



আমিরুলের হ্যাটট্রিকে কোরিয়াকে রুখে দিল যুবারা

জুনিয়র হকি বিশ্বকাপে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হারের দিন হ্যাটট্রিকে রাঙিয়েছিলেন আমিরুল ইসলাম। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও তিন গোলের দেখা পেয়েছেন বাংলাদেশের তরুণ এই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। তার উজ্জ্বল নৈপুণ্যে শক্তিশালী কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দিয়েছে সিগফ্রায়েড আইকম্যানের দল।

যুবাদের এই বিশ্বকাপে নিয়মিত খেলে থাকে কোরিয়ানরা।
র‍্যাংকিংয়েও তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। কিন্তু চেন্নাইয়ের রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে লড়াই হয়েছে সমানে সমান। প্রথম কোয়ার্টারে অবশ্য দুই গোলে লিড পেয়েছিল কোরিয়া। খেলার অষ্টম মিনিটে পেনাল্টি কর্নারে গোল করেন লি মিন হাইওক।
পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকেই ব্যবধান বাড়ান সন সিউংহান।

পরের কোয়ার্টারের শুরুতে লি মিন আবারও গোল করে দলের ব্যবধান বাড়ান। তাতে মনে হচ্ছিল বড় ব্যবধানে হারতে চলেছে বাংলাদেশ। কিন্তু আমিরুল-রাকিবুলরা হতোদ্যম হয়ে পড়েনি।
দারুণভাবে ঘুরে দাঁড়ান তাঁরা।

তৃতীয় কোয়ার্টার শুরুর পরপরই পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা আনেন আমিরুল। বাংলাদেশের পরের দুটি গোলও আসে পেনাল্টি কর্নার থেকে। চতুর্থ ও শেষ কোয়ার্টারের প্রথম মিনিটেই আমিরুলের লক্ষ্যভেদ। তাতে ম্যাচ জমে ওঠে।
কোরিয়ানদের ওপর চাপ অব্যাহত রেখে ৫৬ মিনিটে আবারও আমিরুলের গোল। বাকি সময় অবশ্য রক্ষণ আগলে রেখে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পায় বাংলাদেশ। আগামী পরশু গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবেন আমিরুলরা।

বাংলাদেশ সময়: ২২:৪৯:০০   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম
ব্রাজিল ফ্যান জামালের চাওয়া, ডেনমার্ক জিতুক বিশ্বকাপ
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর
‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়
২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল
আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০
বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ