মেরিনো ও সাকার গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » মেরিনো ও সাকার গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



মেরিনো ও সাকার গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

চলতি মৌসুমে রীতিমতো উড়ছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের পর প্রিমিয়ার লিগেও শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা। এবার ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এই ম্যাচে গোল দুটি করেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো এবং ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। একাদশ মিনিটেই প্রথম প্রচেষ্টায় সাফল্য আসে। ডান দিক থেকে বেন হোয়াইটের নিখুঁত ক্রসে হেডে গোলটি করেন মিকেল মেরিনো। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

ম্যাচের ২১তম মিনিটে ডেভিড রায়ার অসাধারণ সেভ এবং সামান্য সৌভাগ্যের ছোঁয়ায় গোল হজম করা থেকে রক্ষা পায় আর্সেনাল। কেভিন শাডার জোরালো হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক, বল তার হাতে লেগে ক্রসবারে বাধা পায়।

বিরতির পরও অধিকাংশ সময় বল ধরে রেখে আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল। তবে মাত্র এক গোলের ব্যবধান থাকায় প্রায় শেষ পর্যন্ত ফল নিয়ে অনিশ্চয়তা বজায় ছিল।

অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন বুকায়ো সাকা। মেরিনোর থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জোরাল শটে গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

গোলরক্ষক আটকানোর চেষ্টা করেও বলের গতি কমাতে পারলেও ড্রপ খেয়ে তা চলে যায় গোললাইন পেরিয়ে, আর আর্সেনাল পৌঁছে যায় জয়ের ঠিকানায়।

এই জয়ে ১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষসস্থান মজবুত করেছে আর্সেনাল। তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, ১৩ নম্বরে থাকা ব্রেন্টফোর্ডের পয়েন্ট ১৯।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৫৬   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের জোড়া গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
মেরিনো ও সাকার গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার, উত্তেজনায় ভাসছে ফুটবল বিশ্ব
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের
মোস্তাফিজ-রিশাদের তোপে অল্পে গুটিয়ে গেল আয়ারল্যান্ড
১০ জনের চেলসিকেও হারাতে পারল না আর্সেনাল
হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ, শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া
আমিরুলের হ্যাটট্রিকে কোরিয়াকে রুখে দিল যুবারা
নিলাম শেষে কেমন হলো বিপিএলের দলগুলো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ