
সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে লা লিগায় দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের অসাধারণ নৈপুণ্যে অ্যাথলেতিকো বিলবাওকে তাদের ঘরের মাঠ সান মামেসে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জাবি আলোন্সোর দল। এই ম্যাচে ফরাসি তারকা একাই করলেন দুটি গোল এবং সতীর্থের একটি গোলে রাখলেন অবদান।
লা লিগায় আগের টানা তিন ম্যাচ জয়হীন থেকে বার্সেলোনার কাছে শীর্ষস্থান খুইয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই বাজে সময়ের বলয় থেকে বেরিয়ে আসার মিশনে বুধবার (৩ ডিসেম্বর) রাতে অ্যাথলেতিকোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের প্রথম পাঁচ মিনিটে বিলবাওয়ের গোলরক্ষক এমবাপ্পে ও ভিনিসিয়ুসের শট রুখে দিলেও, সপ্তম মিনিটে আর রক্ষা হয়নি।
নিজেদের সীমানা থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের উঁচু করে বাড়ানো বল মাঝমাঠের কাছে দারুণভাবে নিয়ন্ত্রণ নেন এমবাপ্পে। একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির দারুণ এক শটে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা (১-০)।
শুরুর চাপ সামলে বিলবাও পাল্টা আক্রমণে মনোযোগী হলেও গোলরক্ষক থিবো কোর্তোয়া বিলবাওয়ের গোর্খা গুরুজেতা ও বেরেংগেরের জোরাল শট দারুণ দৃঢ়তায় রুখে দিয়ে লিড ধরে রাখেন। বিরতির ঠিক আগে ৪২তম মিনিটে অসাধারণ গোছানো এক আক্রমণের ফল হয়ে আসে দ্বিতীয় গোলটি। পাসিং ফুটবলে বিলবাওয়ের রক্ষণ ভেঙে বাঁ পোস্ট থেকে এমবাপ্পের হেড পাস ফাঁকায় পেয়ে হেডে গোলটি করেন এদুয়ার্দো কামাভিঙ্গা (২-০)।
বিরতির পরও বিলবাও দূরপাল্লার শটে কোর্তোয়ার পরীক্ষা নিলেও তারা জালের দেখা পায়নি। তবে রিয়ালকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৮তম মিনিটে দূর থেকে নেয়া আচমকা শটে বাজিমাত করেন এমবাপ্পে। আলভারো কারেরাসের পাস পেয়ে, প্রায় ২৫ গজ দূর থেকে ফরাসি তারকা পোস্ট ঘেঁষে বুলেট গতির শট জালে জড়ালে ৩-০ তে ম্যাচে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
এবারের লা লিগায় ১৫ ম্যাচে ফরাসি এই ফরোয়ার্ডের গোল সংখ্যা ১৬টি,যা তাকে লা লিগায় এবারের আসরের গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।
বাংলাদেশ সময়: ১৬:৫৯:২৮ ৪ বার পঠিত