জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার

জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সোমবার রাতের শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেশ কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বহু পরিবার। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত আওমোরি অঞ্চলের উপকূলে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। বলা হয়, আগামী কয়েক দিনে একই রকম বা আরও বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।

সেই সঙ্গে যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানায় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর সাগরে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা যায়। এমন অবস্থায় কিছু ট্রেন সেবা বাতিল করা হয় এবং প্রায় ৯০ হাজার পরিবারকে দ্রুত বাড়ি খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হয়।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, এই ভূমিকম্পে ৩০ জন আহত হয়েছেন। তবে সবশেষ তথ্য মতে, আহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, হোক্কাইডো দ্বীপে একজন গুরুতর আহত হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় বেশ কয়েকটি বড় ফাটল তৈরি হয়েছে এবং অন্তত একটি গাড়ি গর্তে পড়ে আছে। ভাঙা জানালার কাচ রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। শুরুর দিকে বেশ কয়েকটি স্থানে আগুন লাগার খবর পাওয়া যায়। সরকারি মুখপাত্র মিনোরু কিহারা মঙ্গলবার জানান, একটি বাড়িতে আগুন লাগার ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

কিয়োডো নিউজ জানায়, প্রচণ্ড ঠান্ডায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকলেও ভূমিকম্পের পরপরই আমোরি অঞ্চলের প্রায় দুই হাজার ৭০০ বাড়িতে বিদ্যুৎ ছিল না। তবে মঙ্গলবার সকালে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়। ইউটিলিটি কর্তৃপক্ষ জানায়, ৪০টিরও কম বাড়িতে তখনও বিদ্যুৎ ছিল না।

প্রথমে তিন মিটার পর্যন্ত সুনামির সতর্কতা দেয়া হয়েছিল। হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। শেষ পর্যন্ত সর্বোচ্চ ঢেউয়ের উচ্চতা ছিল ৭০ সেন্টিমিটার। কয়েক ঘণ্টা পরে সতর্কতা তুলে নেয়া হয়।

কিছু এলাকায় বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়, যেন প্রকৌশলীরা রেললাইনের ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে পারেন। তোহোকু ইলেকট্রিক পাওয়ার জানায়, আওমোরির হিগাশিদোরি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা পাশের মিয়াগির ওনাগাওয়া কেন্দ্র—কোনোটিতেই কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী তাকাইচি আজ মঙ্গলবার সকালে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহ জেএমএ বা স্থানীয় সরকারের দেয়া তথ্য নিয়মিত শুনুন। ঘরের আসবাবপত্র ঠিকভাবে আটকানো আছে কি না দেখে নিন…এবং কাঁপুনি অনুভব করলে দ্রুত বেরিয়ে যাওয়ার প্রস্তুতি রাখুন।’

২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পে যে সুনামি আঘাত হানে, তাতে ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিপর্যয় ঘটে। জাপান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের পশ্চিম প্রান্তে চারটি বড় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি।

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৫   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
হামাসকে নিরস্ত্রীকরণের আগে গাজার শাসন ব্যবস্থা গঠন জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত ছাড়াল ১৮০০
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া: পুতিন
প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন
কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা জাতিসংঘের
মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৮ বাংলাদেশিসহ আটক ১৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ