নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির বীজ বপন করে দিয়ে গেছেন, দলকে আদর্শিক ভিত্তি দিয়ে গেছেন এবং জনগণের কাছে বিএনপিকে জনপ্রিয় করে গেছেন। তাঁর রেখে যাওয়া সংগঠন আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বিএনপির দায়িত্ব পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সংগ্রাম করে, সংগঠনকে সুসংহত করে বিএনপিকে আরও সমৃদ্ধ করেছেন। তার নেতৃত্বেই বিএনপি দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আজ সমগ্র জাতির প্রত্যাশা, জনগণের ভালোবাসায় পরবর্তী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সেবা করার দায়িত্ব পাবেন।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে গিয়াসউদ্দিন বলেন, “আমাদের প্রিয় নেত্রী অনেক অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।”

ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, লোকমান হোসেন, কবির প্রধান, হাজী বিল্লাল হোসেন, মুকলেছুর রহমান পায়েল, নুর আলম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, মহানগর জাসাস সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন, হাসান মাহমুদ পলাশ, মঈনুল হোসেন রতন, সুমন মাহবুব, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম বিপ্লব, আশিক মাহমুদ সুমন, স্বাধীন, আবুল খায়ের, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ আরও অনেকে।

শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪১   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ৬
চাঁদাবাজদের পুনর্বাসন নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করব : শফিকুর রহমান
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে -ফয়েজ আহমদ তৈয়্যব
আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের : সালাহউদ্দিন আহমদ
সরিষাবাড়ীতে গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা
ব্যাংক থেকে করপোরেট ঋণ কমানো হবে : গভর্নর
হাসিনার মতো নেতা আমরা চাই না, যে নিজের লোককে ফেলে পালিয়ে যাবে : মির্জা ফখরুল
দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রিয়ালে ‘অবহেলিত’ ব্রাজিলিয়ান তারকা
বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট বিন্দ্রা আর নেই
আমদানি বাড়লেও নাগালের বাইরে খেজুর, দাম কমছে না কেন?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ