নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির বীজ বপন করে দিয়ে গেছেন, দলকে আদর্শিক ভিত্তি দিয়ে গেছেন এবং জনগণের কাছে বিএনপিকে জনপ্রিয় করে গেছেন। তাঁর রেখে যাওয়া সংগঠন আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বিএনপির দায়িত্ব পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সংগ্রাম করে, সংগঠনকে সুসংহত করে বিএনপিকে আরও সমৃদ্ধ করেছেন। তার নেতৃত্বেই বিএনপি দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আজ সমগ্র জাতির প্রত্যাশা, জনগণের ভালোবাসায় পরবর্তী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সেবা করার দায়িত্ব পাবেন।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে গিয়াসউদ্দিন বলেন, “আমাদের প্রিয় নেত্রী অনেক অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।”

ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, লোকমান হোসেন, কবির প্রধান, হাজী বিল্লাল হোসেন, মুকলেছুর রহমান পায়েল, নুর আলম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, মহানগর জাসাস সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন, হাসান মাহমুদ পলাশ, মঈনুল হোসেন রতন, সুমন মাহবুব, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম বিপ্লব, আশিক মাহমুদ সুমন, স্বাধীন, আবুল খায়ের, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ আরও অনেকে।

শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪১   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি
সব দলকে সমান সুযোগ দেওয়ার দাবি জামায়াতের
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা
সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা
ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল
নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন
ভোলায় বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয় করবেন নতুন পুলিশ সুপার
বেঁচে নেই শিশু সাজিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ