
একের পর এক নতুন রেকর্ড গড়ে বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই বলিউডের ব্লক বাস্টার সিনেমাগুলোর রেকর্ড ভাঙছে সিনেমাটি।
বলিউড বক্স অফিস রিপোর্ট বলছে, দ্বিতীয় সপ্তাহের শুরুতে ‘ধুরন্ধর’ রেকর্ড ভেঙেছে ‘পুষ্পা ২’, ‘ছাভা’, ‘স্ত্রী ২’, ‘অ্যানিমেল’,‘সিম্বা’, ‘গদর ২’, ‘বাহুবলী ২’র মতো মেগা ৭ সিনেমার রেকর্ড।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ শুরুর দিনই সিনেমাটির আয় দাঁড়ায় ৩৪.৭০ কোটি রুপি। এতে পেছনে পড়ে গেছে ‘পুষ্পা ২’ (২৭.৫০ কোটি), ‘ছাভা’ (২৪.০৩ কোটি ), অ্যানিমেল (২৩.৫৩ কোটি), গদর ২ (২০.৫০ কোটি টাকা), ‘বাহুবলী ২’ (১৯.৭৫ কোটি টাকা)।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, ব্লক বাস্টার সিনেমা ‘স্ত্রী ২’ আর নিজের ‘সিম্বা’ সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। সিনে বিশ্লেষকদের ধারণা, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মাবতী’র ৪০০ কোটির ব্যবসাকেও পেছনে ফেলে দিতে পারে রণবীরেরই নতুন সিনেমাটি।
ছবিমুক্তির নবম দিনেই নিজ দেশে ৩০০ কোটির সীমা ছাড়িয়েছে আর বিশ্বে ৪৪৫.২৫ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর’। তাই ‘ধুরন্ধর’ সিনেমাকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ।
বলিউডের অতীত মেগা সিনেমার আয়গুলো উল্লেখ করে টু্ইটারে তিনি লেখেন,
‘ধুরন্ধর’ রেকর্ড বই নতুন করে লিখছে। বক্স অফিসে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের মতো আচরণ করছে। ধীরগতির কোনও লক্ষণই দেখাচ্ছে না।
স্পাই থ্রিলারধর্মী ‘ধুরন্ধর’ সিনেমা নির্মিত হয়েছে হামজা আলি মাজারি নামের এক রহস্যময় চরিত্রকে কেন্দ্র করে। সিনেমায় সংসদ বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা, বিমান ছিনতাইয়ের মতো ঘটনাগুলো উঠে এসেছে।
আড়ালে থাকা নায়কদের গল্প তুলে ধরা হয়েছে ‘ধুরন্ধর’ সিনেমায়। রণবীর সিংয়ের পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপালের মতো তারকারা।
বাংলাদেশ সময়: ১৬:১৮:২৪ ৬ বার পঠিত