ভিনদেশিদের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না : মাহফুজ আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিনদেশিদের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না : মাহফুজ আলম
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



ভিনদেশিদের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। যারা ভারতের এবং ভিনদেশিদের স্বার্থ রক্ষা করবে, তাদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন।

আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সংগঠনটির মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মাহফুজ আলম বলেন, আমরা এই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্ধকে এই দেশের ভেতরেই মোকাবেলা করব। আমরা হুশিয়ারি করে দিতে চাই, এই দেশের লড়াইকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে।

ওসমান হাদির লড়াই প্রসঙ্গে মাহফুজ বলেন, ওসমান হাদি দেশের ভেতর সক্রিয় ইনভিজিবল ভিনদেশী অ্যাসেটদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের অ্যাসেট আর ভিনদেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে। তাকে যখন মারা হয়েছে, তখন সবাই নীরব হয়ে বসে রয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমাদের হাতে এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ, এই ১৪ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এ সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা করব আমরা আর ক্ষমা করব না।

মাহফুজ আলম জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শিক্ষক, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের নিজ নিজ ক্ষেত্রে জুলাইয়ের বিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাইয়ের শক্তি যদি গঠনমূলকভাবে গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আমরা অভ্যন্তরীণ সংকট এবং আমাদের চারপাশের চাপ—দুটোই মোকাবিলা করতে পারব।

সাংস্কৃতিক প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন। যারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে সাংস্কৃতিকভাবে প্রতিহত করুন।

বাংলাদেশ সময়: ২২:২৮:৪৪   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহায়তার চেক বিতরণ:
ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১
আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিইসির বক্তব্যে জামায়াত আমিরের ক্ষোভ
পুরোনো রাষ্ট্রব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে: ফরহাদ মজহার
কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ