শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

জামালপুরে ভারতীয় রুপিসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভারতীয় রুপিসহ যুবক আটক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



জামালপুরে ভারতীয় রুপিসহ যুবক আটক

জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া সীমান্ত থেকে ১৮ হাজার ভারতীয় রুপিসহ মো. আসাদ (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতানীপাড়া বিওপির সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. আসাদ বকশীগঞ্জ উপজেলার বালু গ্রাম বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।

জামালপুর-৩৫ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি জানান, চোরাচালানি অভিযান পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে সাতানীপাড়া এলাকায় ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২৫০০ টাকাসহ মো. আসাদকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় রুপি ও চোরাচালানি মালামালসহ আসামি মো. আসাদকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধে অভিযান চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২১   ৭ বার পঠিত