
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক সেবা তৃণমূল পর্যায়ের অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দরজায় পৌঁছে দিতে হবে। তাহলেই এ মন্ত্রণালয়ের সুনাম ছড়িয়ে পড়বে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খানের সভাপতিত্বে উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
উপদেষ্টা বলেন, সুশাসনই আমাদের লক্ষ্য; এ লক্ষ্যে গত দেড় বছরে মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সুশাসন ফিরিয়ে আনতে কাজ শুরু করি। দায়িত্ব পাওয়ার পর প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে অনেক সময় লেগেছে। প্রকৃত ভাতাভোগীর কাছে ভাতা প্রাপ্তির এতদিন যে ত্রুটি ছিল তা সংশোধন করতে সময় লেগেছে। শুরু করে দিতে পেরেছি এবং ভাতাভোগীর তালিকা ৮০ ভাগ শেষ করতে পেরেছি। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন। এতিমখানাগুলোর এতিম বাচ্চাদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নিতে হবে। তাহলে সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ড পৌঁছে দিতে পারবো।
উপদেষ্টা বলেন, আমাদের সাহস থাকতে হবে অনিয়ম রোধ করার। মনিটরিং সিস্টেম থাকতে হবে, তাহলে কাজের গুণগত মান বৃদ্ধি পাবে। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছি যেখানে তরুণরা কোটা নয়, মেধার ভিত্তিতে সমান সুযোগের দাবি জানিয়েছে। মেধার ভিত্তিতেই সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এখন সেই ন্যায্যতার জায়গায় নিয়ে যেতে হবে। বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ বছর দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়; আস্থা আজ সমাজসেবায়’।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর আওতধীন দপ্তর/সংস্থাসহ সমাজসেবা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৫৯:৫১ ২০ বার পঠিত