![]()
জামালপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কুচাভাঙ্গা ব্রিজ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। রোববার(৪ জানুয়ারি) দুপুরে রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কুচাভাঙ্গা ব্রিজ এলাকায় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নাসিমা আক্তার (২০), তিনি বান্দরবান জেলার আলীকদম থানার ২নং আলিমুদ্দিন পাড়া ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর কন্যা। অপরজন জাকিরুল ইসলাম (২৭), তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে। তিনিই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কুচাভাঙ্গা ব্রিজের দুই পাশে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী (রেলিং বা গার্ডরেল) না থাকায় এই স্থানটি এখন ‘ডেথ ট্র্যাপ’ বা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।
স্থানীয়রা অতিদ্রুত ব্রিজের দুই পাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩০ ১০৮ বার পঠিত