আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

প্রথম পাতা » খেলাধুলা » আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

কোয়ার্টার ফাইনালের ৮ দল পেয়ে গেল আফ্রিকা কাপ অব নেশন্স। শেষ দল হিসেবে গতকাল শেষ আটের টিকিট কেটেছে আমাদ দিয়ালোর আইভরি কোস্ট। শেষ ষোলোর ম্যাচটিতে বুরকিনা ফাসোকে তারা কোনো পাত্তাই দেয়নি। জিতেছে ৩-০ গোলে।

এই জয়ে দিয়ালো গোলও করেছেন। ২০ মিনিটে তিনিই খুলেছিলেন গোলের খাতা। এরপর তার দুই সতীর্থের গোল। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিশরের। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত একটায়।

মিশর কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে পঞ্চম দল হিসেবে। শেষ ষোলোয় তারা হারিয়েছে বেনিনকে। ৩-১ ব্যবধানের জয়ে সালাহ একটি গোল করেন। ‘বি’ গ্রুপে তারা হয়েছিল চ্যাম্পিয়ন। ৩ ম্যাচে জিতেছিল ২টিতে, অন্যটি ড্র।

অন্য ৬টি দল হলো সেনেগাল, মালি, নাইজেরিয়া, আলজেরিয়া, ক্যামেরুন ও স্বাগতিক মরক্কো। মালির সঙ্গে কোয়ার্টারের ৭ দলের একটি পার্থক্য আছে, সবাই অন্তত একবার করে আফ্রিকা কাপ অব নেশন্সের ট্রফি জিতলেও মালির সর্বোচ্চ সাফল্য রানার্সআপ। ১৯৭২ সালের আসরে কঙ্গোর কাছে শিরোপা হারিয়েছিল তারা।

প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে সাদিও মানের সেনেগাল, সুদানকে ৩-১ গোলে হারায় তারা। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটিও তারাই খেলবে, ৯ জানুয়ারির ওই ম্যাচে প্রতিপক্ষ মালি। মালি কোয়ার্টার ফাইনালে উঠেছে তিউনিসিয়াকে হারিয়ে। একই দিন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে ক্যামেরুন ও মরক্কো। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নাইজেরিয়া ও আলজেরিয়া।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫১   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল
ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে টেবিলের শীর্ষে চেলসি
আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড
স্প্যানিওলকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে বার্সেলোনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ