র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে নৃশংস হত্যা, ২৬ দিনেও আসামি অধরা, সরিষাবাড়ীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে নৃশংস হত্যা, ২৬ দিনেও আসামি অধরা, সরিষাবাড়ীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে নৃশংস হত্যা, ২৬ দিনেও আসামি অধরা, সরিষাবাড়ীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর লিপি আক্তার (৩৫) হত্যার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় সরিষাবাড়ী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং পরবর্তীকালে থানায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে নিহতের বাবা মঞ্জুরুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘটনার ২৬ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি। আমরা দ্রুত বিচার চাই।”
​নিহতের মা কল্পনা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “লিপির তিনটি অবুঝ সন্তান আজ এতিম। যারা আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাদের অবিলম্বে ফাঁসি চাই।”

​নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, থানার খুব কাছে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও অপরাধীদের ধরতে পুলিশের দৃশ্যমান তৎপরতা নেই। চাচাতো বোন মীম আক্তার ও ভাবী মোমেনা বেগম বলেন, “একজন র‌্যাব কর্মকর্তার স্ত্রী যদি নিজ ঘরে নিরাপদ না থাকেন এবং খুনের পর আসামিরা পার পেয়ে যায়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? দ্রুত আসামি ধরা না পড়লে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।”

​উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ ভোররাতে উপজেলার শিমলা বাজার এলাকায় ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিপি বেগম কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার র‌্যাব-২ (ঢাকা) এ কর্মরত মহর উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, ​ঘটনার রাতে লিপি ও তার মেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে চোরেরা ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, চোরকে চিনে ফেলায় লিপিকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

​তদন্তের অগ্রগতি বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “লিপি হত্যাকাণ্ডের আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।”

​স্বজনদের দাবি, অতি দ্রুত খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০১   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
আমি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো: শকু
বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারিত্ব চুক্তির আলোচনা শিগগিরই চূড়ান্ত হবে : ইইউ
আড়াইহাজারে বাজার-সড়ক মনিটরিং: ৬ মামলায় জরিমানা ৩৯ হাজার
তিনটি এতিমখানায় ডিসির কম্বল বিতরণ
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি, অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ে প্রতিবেদন রামরু’র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ