আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর

প্রথম পাতা » খেলাধুলা » আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর

বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে চলছে তোড়পাড়। বাংলাদেশ দল ভারতে খেলবে না জানিয়ে চিঠি দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। তবে এখনও বিসিবি কোনো চিঠি পায়নি এমনটাই জানালেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এমনকি আইসিসি বাংলাদেশের ভেন্যু নিয়ে কী ভাবছে সে সম্পর্কেও বোর্ডের কোনো ধারণা নেই।

বিপিএলের সিলেট পর্ব শেষে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, ‘একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো নিউজ আছে কি না। আসলে এরকম কোনো নিউজ নেই আমাদের কাছে। আইসিসি থেকে কোনো চিঠি আমরা পাইনি এখনও এ বিষয়ে।’

যদিও ভারতীয় গণমাধ্যম দাবি করছে, ভারতেই থাকবে বাংলাদেশের ভেন্যু। এ বিষয়ে আসিফ জানান, ‘ইন্ডিয়ান নিউজ ওরা ওদের মতো করুক। আপনারা প্রপার নিউজটা দিয়ে দিন তাহলেই হবে। আইসিসি কী বলছে অবশ্যই আমরা আপনাদের জানাব।’

বোর্ড থেকে সঠিক তথ্য দেওয়া হবে জানিয়ে আসিফ বলেন, ‘আমাদের দেশে একটা নেচার আছে, একটু অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত শুনি আবার ভুলে যাই। আমাদের জায়গা থেকে হুটহাট কথা বলতে পারি না। বোর্ড থেকে যখন আমরা সিগনাল পাই তখনই আপনাদের বলি। অথেনটিক যেন হয়। এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা দেইনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টারড না। আমরা আইসিসির চিঠির অপেক্ষায় আছি। অন্যান্য যেসব আলাপ হচ্ছে, বোর্ডের পক্ষ থেকে অথেনটিক বলতে পারব না।’

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর
‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়
২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল
আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০
বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ