উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

প্রথম পাতা » খেলাধুলা » উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের উড়ন্ত ছন্দে থাকার পর অবশেষে হারের তিক্ত স্বাদ পেল লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। রোববার (১৮ জানুয়ারি) রাতে রিয়াল সোসিয়েদাদের ঘরের মাঠে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরে গেছেন হান্সি ফ্লিকের শিষ্যরা। এই হারের ফলে লিগ শিরোপার দৌড়ে বার্সার সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান কমে মাত্র ১-এ নেমে এসেছে।

বর্তমানে ২০ ম্যাচ শেষে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা, তবে সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল।

সোসিয়েদাদের মাঠে ম্যাচের অধিকাংশ সময় বলের দখল বার্সেলোনার কাছে থাকলেও ফিনিশিংয়ের চরম ব্যর্থতায় জয় অধরা থেকে যায়। বিশেষ করে ইনজুরির কারণে আক্রমণভাগের মূল অস্ত্র রাফিনহার অনুপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের ৩২ মিনিটে স্প্যানিশ তারকা মিকেল

ওয়ারসজাবালের এক দৃষ্টিনন্দন ভলিতে লিড নেয় স্বাগতিক সোসিয়েদাদ। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সা ম্যাচে ফেরার সুযোগ পায় দ্বিতীয়ার্ধে। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড ৭০ মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত এক ক্রস থেকে হেডে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।তবে বার্সার এই স্বস্তি টিকে ছিল মাত্র এক মিনিট। ৭১ মিনিটে গঞ্জালো গেদেস গোল করে আবারো সোসিয়েদাদকে এগিয়ে নেন।

ম্যাচের ৮৮ মিনিটে স্বাগতিক দলের কার্লোস সোলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। কিন্তু শেষ মুহূর্তের সেই সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয় বার্সেলোনার ফরোয়ার্ডরা। ফলে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর লিগে হারের মুখ দেখতে হলো হান্সি ফ্লিককে। এই পরাজয় লা লিগার শিরোপা লড়াইকে নতুন করে রোমাঞ্চকর করে তুলেছে, কারণ পরের ম্যাচেই রিয়াল মাদ্রিদের সামনে বার্সাকে টপকে শীর্ষে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:২৭   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল
উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ
প্লে-অফে কে কার মুখোমুখি হবে
লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল
ডার্বিতে সিটিকে উড়িয়ে ক্যারিকের ইউনাইটেডের দুর্দান্ত শুরু
পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ
টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল রাজশাহী
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ