
মারা গেছেন ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিন্দ্রা ১৯৯৩ সাল থেকে তিন বছর সংস্থাটির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৮ সাল থেকে পরবর্তী ৩৬ বছর পালন করেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের দায়িত্ব। ২০১৪ সালে দায়িত্ব ছেড়ে অবসরে যান তিনি।
ক্রিকেটে একটা সময় ছিল যখন ইংল্যান্ডের বাইরে আইসিসি টুর্নামেন্ট বসত না। তিনটি বিশ্বকাপের পর ১৯৮৭ সালে সে রীতি ভেঙে যায়। সেবার বিশ্বকাপ আয়োজন করে ভারত ও পাকিস্তান। ইংল্যান্ডের বাইরে বিশ্বকাপ আয়োজন করার এই কৃতিত্বে বিন্দ্রার বিশাল অবদান।
গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করেছে বিসিসিআই। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তারা লিখেছে, ‘সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখের সময়ে বোর্ড তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং তাদের সঙ্গে রয়েছে।’
শোক জানিয়েছেন আইসিসি প্রধান জয় শাহও। ‘সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট এবং ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক বলিষ্ঠ ব্যক্তি শ্রী আই. এস. বিন্দ্রার প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানাই। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাক। ওম শান্তি।’
বাংলাদেশ সময়: ১১:৪৩:৫৮ ৫ বার পঠিত