বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে

প্রথম পাতা » চট্টগ্রাম » বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে

ভারতের ত্রিপুরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে অনুষ্ঠিত তিন দিনের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিজিবির উচ্চ পর্যায়ের ১৩ সদস্যের প্রতিনিধি দলের প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক বিজিবি চট্টগ্রাম অঞ্চলের রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী। শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধ, মাদক চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয়ের আলোচনা ফলপ্রসু হয়েছে। তিন দিনের বৈঠক শেষে নিজ দেশে ফিরপ দুই দেশের শূণ্য রেখায় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

বৈঠক সর্ম্পকে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক সাংবাদিকদের আরো জানান, এ বৈঠকে বাংলাদেশের পক্ষে দক্ষিণ-পূর্ব রিজিওন চট্টগ্রাম, উত্তর-পূর্ব রিজিওন সরাইল, ময়মনসিংহ সেক্টর এবং কক্সবাজার সেক্টর, বান্দরবন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।

বিএসএফের পক্ষে অংশ নিয়েছে ত্রিপুরা ফ্রন্টিয়ার, মেঘালয় ফ্রন্টিয়ার এবং মিজোরাম অ্যান্ড কাচার ফ্রন্টিয়ারের কর্মকর্তারা। বৈঠকে সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা নিয়ে মূল আলোচনা হয়। এছাড়া মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এবারের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হওয়ায় ইতিবাচক ফলাফল পাওয়ার আশা করেন তিনি। বৈঠকে পরিবেশ দূষণ নিয়ে জোরালো বক্তব্য রাখা হয় যা বিএসএফ গুরুত্বসহকারে দেখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৩ সদস্যদের বিজিবি প্রতিনিধি দলে বিজিবি কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাকলী সাহা ছিলেন। এর আগে গত ৭ ডিসেম্বর প্রতিনিধি দলটি একই চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করে।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৭   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে : শিল্প উপদেষ্টা
চট্রগ্রামের শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন
প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চাই -পার্বত্য উপদেষ্টা
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ