চীনের কিংডাও শহরে একদিনে ৫ লাখের বেশি লোক করোনায় আক্রান্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের কিংডাও শহরে একদিনে ৫ লাখের বেশি লোক করোনায় আক্রান্ত
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



চীনের কিংডাও শহরে একদিনে ৫ লাখের বেশি লোক করোনায় আক্রান্ত

চীনের কিংডাও শহরে প্রতিদিনই পাঁচ লাখের বেশি কোভিডে আক্রান্ত হচ্ছে। সিনিয়র একজন স্বাস্থ্য কর্মকর্তা এ কথা জানান।
দেশটির সরকারি পরিসংখ্যানে যে আসল তথ্য উঠে আসছে না সীমিত হলেও তার ব্যতিক্রমী ও দ্রুত স্বীকারোক্তি এ তথ্য প্রকাশ।
পৌরসভার স্বাস্থ্য প্রধানের উদ্ধৃতি দিয়ে কিংডাওয়ের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিউজ আউটলেটে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় শহরটিতে একদিনে চার লাখ ৯০ হাজার থেকে পাঁচ লাখ ৩০ হাজার লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
এতে আরো বলা হয়েছে, চূড়া স্পর্শ করা পর্যন্ত এক কোটি লোকের উপকূলীয় শহরটিতে সংক্রমণ আরো বাড়বে। আগামী সপ্তাহান্তে ১০ শতাংশ সংক্রমণ বাড়বে বলে ধারনা করা হচ্ছে।
আরো কিছু পত্রপত্রিকা সংবাদটি শেয়ার করেছে। তবে ‘স্যাটার ডে মর্নিং’ আক্রান্তের সংখ্যা কমিয়ে সংবাদটি প্রকাশ করেছে।
এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার বলেছে, দেশজুড়ে গতকাল চার হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন করে কারো মৃত্যু হয়নি।
শাংডং প্রদেশে কেবলমাত্র ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কিংডাও এই প্রদেশেই অবস্থিত।
উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে চীন শূন্য কোভিড নীতি ঘোষণা করেছিল। কিন্তু সম্প্রতি আন্দোলনের মুখে সরকার এ নীতি থেকে পিছু হটে।
দেশটির সংবাদ মাধ্যমগুলোর ওপর কর্তৃপক্ষের কড়াকড়ি আরোপের প্রেক্ষিতে সঠিক সংক্রমণের খবর পাওয়া কঠিন হয়ে পড়ে। কর্তৃপক্ষ বরাবরই সংক্রমণ সংখ্যাকে কমিয়ে প্রকাশ করে বলে মনে করা হয়। তবু কিছু কিছু ‘নিউজ আউটলেট’ ঔষুধের স্বল্পতাসহ হাসপাতালে রোগীর চাপের খবর জানাচ্ছে।
পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের সরকার শুক্রবার বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত গত দ’ুসপ্তাহে ১৮ হাজারেরও বেশি কোভিড রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পাঁচশ’ মারাত্মক রোগী রয়েছে। তবে করোনা সংক্রমিত কোন রোগী মারা যায় নি।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৩   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ