কলম্বিয়ার কাছে পরাজয়ে আর্জেন্টিনার বিদায়

প্রথম পাতা » খেলাধুলা » কলম্বিয়ার কাছে পরাজয়ে আর্জেন্টিনার বিদায়
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



কলম্বিয়ার কাছে পরাজয়ে আর্জেন্টিনার বিদায়

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনার যুবারা। তবে কলম্বিয়ান তরুণ মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেসের একমাত্র গোলে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে স্বাগতিকরা। এই হারে টুর্নামেন্ট থেকেই মেসি-ডি মারিয়াদের অনুসারীদের বিদায় নিশ্চিত হল।

শনিবার (২৮ জানুয়ারি) এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু বারবার আক্রমণে গিয়েও জালের ঠিকানা খুঁজে নিতে পারছিল না লে আলবিসেলেস্তেরা। এতে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে কাস্টিল্লিলো মানোমার অ্যাসিস্টে গোল করেন মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেস। এই গোলের সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল না হলে আর্জেন্টিনার বিদায়ে কলম্বিয়া পরের রাউন্ড নিশ্চিত করে। যদিও ড্র হলেও স্বাগতিকদের পরের রাউন্ড নিশ্চিত ছিল।

পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে আর্জেন্টিনার যুবাদের জয়ের বিকল্প ছিল না। ম্যাচে সব দিক দিয়েই এগিয়ে ছিল আর্জেন্টিনার যুবারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পায়নি জুনিয়র কোপা আমেরিকা খ্যাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। ফলে টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে জয়ের স্বাদ নিয়েই বিদায় হয়ে যায় আর্জেন্টিনার যুবারা।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৬   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়
২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল
আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০
বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ