পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

লাতিন আমেরিকার দেশ পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অরগানোসে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, কোরিয়াঙ্কা নামে একটি ট্যুর কোম্পানির বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিল। বাসটি রাজধানী লিমা থেকে রওনা হয়েছিল তাম্বেস নামক একটি শহরের উদ্দেশে। পথিমধ্যে অরগানোসে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বাসটি যখন পড়ে যাচ্ছিল তখন বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে বের হয়ে পড়েন। কয়েকজনকে ছুড়ে ফেলা হয় জানালা দিয়ে।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আহত যাত্রীদের লিমা থেকে ১ হাজার কিলোমিটার দূরের এল আল্টো এবং মানকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে বেশ কয়েকজন হাইতির নাগরিক ছিলেন। তবে সংখ্যাটি কত, তা এখনো জানা যায়নি। পেরুতে অনেক হাইতির অভিবাসী রয়েছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অভিবাসীর সংখ্যা বাড়ছে।

পেরুতে এমন সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। সিবিএস নিউজের প্রতিবেদন অনুসারে, কেবল ২০১৬ সালেই দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২ হাজার ৬০০ জন নিহত হন। ২০১৮ সালে এক বাস দুর্ঘটনায় নিহত হন ৩০ জন।

বাংলাদেশ সময়: ১০:৪৯:৪০   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা বাড়াল ভারত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ