আবার মাঠে ফিরছেন আফ্রিদি

প্রথম পাতা » খেলাধুলা » আবার মাঠে ফিরছেন আফ্রিদি
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



আবার মাঠে ফিরছেন আফ্রিদি

সামনের মার্চে শহীদ আফ্রিদির বয়স হচ্ছে ৪৬ বছর। বয়সটা দেখে অনেকেই ভাবতে পারেন, মাঠে নামার বয়সটা হয়তো শেষ হয়ে গেছে পাকিস্তানের এই সাবেক অধিনায়কের। তবে না, আবার মাঠে ফিরছেন আফ্রিদি।

১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর টানা ২০১৬ সাল পর্যন্ত মাঠ মাতিয়ে গেছেন আফ্রিদি। তবে মাঝে অনেকবারই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, আবার ফিরেও এসেছেন। তেমনি আবার মাঠে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। ৫ ফেব্রুয়ারি পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন আফ্রিদি।

তবে এবার আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে জালমি। এই ম্যাচে খেলবেন আফ্রিদি। শুক্রবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে খবরটি নিশ্চিত করে পেশোয়ার জালমি।

তবে ক্রিকেটপাকিস্তান ডটকম বলছে, আগামী মাসে শুরু হতে যাওয়া পিএসএলের অষ্টম আসরেও খেলবেন আফ্রিদি। তবে ক্লাবটির সঙ্গে চুক্তির কোনো আনুষ্ঠানিকতা নিয়ে এখনও কিছু জানা যায়নি। ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএলের অষ্টম আসর।

এদিকে পিএসএলে আফ্রিদি খেলবেন কি না, তা নিশ্চিত না হলেও আগামী মাসে বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে আফ্রিদির। কারণ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির বিয়ে হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:১৪:৫৪   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিসিবির রজতজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয়
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ