ত্রিদেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে যুব টাইগাররা

প্রথম পাতা » খেলাধুলা » ত্রিদেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে যুব টাইগাররা
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



ত্রিদেশীয় সিরিজ খেলতে দুবাই যাচ্ছে যুব টাইগাররা

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে যুব দল।

সংযুক্ত আরব আমিরাতে যুব টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই সিরিজে শাহরিয়ার সাকিবের নেতৃত্বে চারদিনের ম্যাচ এবং আহরার আমিনের নেতৃত্বে ওয়ানডে ফরম্যাটে খেলবে অনুর্ধ্ব-১৯ দল।

সিরিজের একমাত্র চারদিনের ম্যাচটিতে মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ। আবুধাবি ওভালে ১২ মার্চ থেকে ১৫ মার্চ মাঠে গড়াবে ম্যাচটি।

অন্যদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ১৮ মার্চ আফগান যুবাদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ২০ মার্চ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ২৪ মার্চ আফগানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে টাইগার যুবারা। এরপর ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে যুব টাইগারদের এই সফরের প্রথম রাউন্ড।

আর প্রথম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দল দুটি ৩০ মার্চ আবুধাবির ওভালে অনুষ্ঠিতব্য ফাইনালে মাঠে নামবে। এ ছাড়া সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এই মাঠে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : শাহরিয়ার সাকিব (৪ দিনের ম্যাচের অধিনায়ক), আহরার আমিন (ওয়ানডে অধিনায়ক), রোহনাত দৌলা বর্ষণ, শেখ পারভেজ জীবন, আরিফুল ইসলাম, শাহরিয়া আল আমিন, রাফি উজ্জামান, জিশান আলম, মারুফ মৃধা, মুস্তাফিজুর রহমান রাব্বি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সিয়াম হোসেন দিপু, ওয়াসি সিদ্দিকী, তানভীর আহমেদ, আশিকুর রহমান শিবলি এবং শিহাব জেমস।

স্ট্যান্ডবাই : শিহাব পাহার সাব্বির, জাকারিয়া ইসলাম শান্ত, মুস্তাফিজুর রহমান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেন্য ও ইকবাল হাসান ইমন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৯   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ