বাংলাদেশের হোয়াইওয়াশের ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের হোয়াইওয়াশের ইতিহাস
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



বাংলাদেশের হোয়াইওয়াশের ইতিহাস

ক্রিকেট জগতে ‘হোয়াইটওয়াশ’ এক লজ্জার নাম। প্রায় প্রতিটি দলই হয় এ লজ্জা দিয়েছেন বা পেয়েছেন। ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের ক্ষেত্রেও। এখন পর্যন্ত প্রতিপক্ষকে ২২ বার এ লজ্জায় ডুবিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এ ম্যাচটি জিততে পারলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি সাফল্য যুক্ত হবে। সেটি হলো, ২৩ বার প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করবে বাংলাদেশ।

আগের ২২ হোয়াইওয়াশের মধ্যে ১৬ বার এসেছে ওয়ানডেতে। আর টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রতিপক্ষকে ৩ বার করে হোয়াইওয়াশ করেছে। এর মধ্যে ১৫টি এসেছে ঘরের মাটিতে, আর ৭টি বিদেশের মাটিতে।

তিন সংস্করণে বাংলাদেশের বিপক্ষে সর্বাধিক ৮ বার হোয়াইওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। এছাড়া তুলনামূলক শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৩ বার ও পাকিস্তানকে ২ বার হোয়াইওয়াশ করেছে বাংলাদেশ। সে হিসেবে ইংল্যান্ডকে শেষ টি-টোয়েন্টিতে হারাতে পারলে নতুন এক অর্জন যুক্ত হবে সাকিব আল হাসানদের।

২০০৬ সালে ওয়ানডেতে কেনিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশের হোয়াইওয়াশ মিশন শুরু হয়েছিল। টেস্টে ২-০ ব্যবধানে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। আর ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইওয়াশ করে লাল-সবুজের দল।

অন্যদিকে হোয়াইওয়াশ লজ্জায় বাংলাদেশকে ডুবতে হয়েছে ২৮ বার। ১৯৯৯ সালে বাংলাদেশকে ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। ২০০০ সালে টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ভারত। আর টি-টোয়েন্টিতে ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে এগুলোর প্রতিটি ছিল এক ম্যাচের সিরিজ।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৩৬   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ