জাটকা ধরায় ২৭ জেলে আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » জাটকা ধরায় ২৭ জেলে আটক
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



জাটকা ধরায় ২৭ জেলে আটক

গত ২৪ ঘণ্টায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ইলিশ নিধনের দায়ে চাঁদপুরে ২৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩৯ কেজি জাটকা ইলিশ, ৮টি নৌকা ও ৪ লাখ ৮৫ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাটকা ইলিশের নিরাপদে বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। বুধবার (২২ মার্চ) রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচর, মিনি কক্সবাজার, সফরমালিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত দুটি মাছ ধরার নৌকা নষ্ট করা হয়েছে। এ ছাড়া তিনটি নৌকা নৌ পুলিশ ও তিনটি নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৮:১৬   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের
নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে - তৈয়্যব
আজকে বাংলাদেশের জন্য অনেক একটা আনন্দের দিন : আমীর খসরু
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
রাঙ্গামাটিতে বৈশাখী টিভির ২১ বছরে পূর্তি উৎসব পালিত
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা
কুমিল্লায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জ্ঞাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ