সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বুধবার, ২৯ মার্চ ২০২৩



সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিল আয়ারল্যান্ড। তবে প্রথম ম্যাচে হেরে এখন সিরিজ হারানোর শঙ্কায় পড়েছে দলটি। অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত লাল-সুবজের প্রতিনিধিরা।

বুধবার (২৯ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচটি জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। সে লক্ষ্যে একাদশ সাজাতে অতীত পরিসংখ্যানকেই হয়তো গুরুত্ব দেবে বাংলাদেশ।

ওপেনিংয়ে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাতে যথারীতি ব্যাট হাতে দেখা যাবে লিটন দাস ও রনি তালুকদারকে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় নিশ্চিতভাবেই থাকবেন। এর মধ্যে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এরপরে মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারিও একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে আগের ম্যাচে তেমন ভালো করতে পারেননি নাসুম আহমেদ। মাত্র এক ওভার বল করার সুযোগ পেলেও ছিলেন বেশ খরুচে। তাতে এই জায়গায় অভিষেক হতে পারে রিশাদ হোসেনের।

পেস অ্যাটাকে প্রথম ম্যাচের মতোই তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানকে দেখার সম্ভাবনাই প্রবল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১:২৪:১০   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিসিবির রজতজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয়
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ
নতুন চমকে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
শেষ মুহূর্তের গোলে এশিয়ার দলকে হারাল ইন্টার, ৭ গোলের থ্রিলারে জয় ডর্টমুন্ডের
পিছিয়ে পড়েও নাটকীয় জয় ফ্লুমিনেন্সের
নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রথম বাংলাদেশি হিসেবে দুবার একই টেস্টে জোড়া সেঞ্চুরি করলেন শান্ত
চেলসিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর ইতিহাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ