আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

হতাশার মধ্য দিয়ে তৃতীয় দিনটা শেষ করলেও চতুর্থ দিনের শুরুতেই আয়ারল্যান্ডকে অলআউট করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২৯২ রানে। যার ফলে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৩৮ রানের।

শুক্রবার (৭ এপ্রিল) চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই আনা হয় এবাদত হোসেনকে। তিনি ব্রেক থ্রু এনে দেন। আগের দিনে ফিফটি করে দলকে টেনে নিতে থাকা অ্যান্ডি ম্যাকব্রাইনকে বোল্ড করেন টাইগার এই পেসার।

বাকি থাকা উইকেটটিও পেয়েছেন এবাদত। হুমকে লিটনের কাছে ক্যাচ দিয়ে ইনিংসের তৃতীয় উইকেট তুলে নেন এবাদত। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া করলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি পেয়েছেন ৪ উইকেট।

এর আগে টাকারের শতক ও ট্যাকটরের অর্ধশতকের উপর ভর করে তৃতীয় দিন ২৮৬ রানে শেষ করে আইরিশরা। আয়ারল্যান্ডের টেস্ট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শতকের দেখা পান ট্যাকটর।

এদিকে ২৭ রানে ৪ উইকেট হারানো আইরিশরা তৃতীয় দিন পুরো এক সেশনে মাত্র একটি উইকেট হারায়। তৃতীয় দিনও প্রথম ওভারে বল করতে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গী হিসেবে ছিলেন তাইজুল। আগের দিন আইরিশদের চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছিলেন তারা দুজন।

এদিন অবশ্য অতিরক্ষণাত্মকভাবে বাংলাদেশি স্পিনারদের মোকাবিলা করতে থাকেন গতদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি ট্যাকটর ও পিটার মুর। ১৫ ওভার ব্যাট করে তারা যোগ করেন ৩৮ রান। মুরকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন পেসার শরিফুল ইসলাম। ৭৮ বলে ৩ চারে ১৬ রান করেন তিনি। মুরের বিদায়ের পর হ্যারি ট্যাকটর ও টাকার দলের হাল ধরেন।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করেছিল ২১৪ রান। জবাবে প্রথম ইনিংসে ৩৬৯ রানে সব কটি উইকেট হারায় বাংলাদেশ। টাইগারদের হয়ে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ১৬৬ বলে ১২৬ রানের ইনিংসে ১৫টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। বাকিদের মধ্যে সাকিব আল হাসান ৮৭ ও মেহেদী হাসান মিরাজ ৫৫ রান করেন।

বাংলাদেশ সময়: ১১:০১:৩২   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ