লিটনদের হারিয়ে প্রথম জয় পেল দিল্লি

প্রথম পাতা » খেলাধুলা » লিটনদের হারিয়ে প্রথম জয় পেল দিল্লি
শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩



---

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে দিল্লি ক্যাপিটালস।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) লিটন দাসের কলকাতা নাইট রাইডার্সকে তারা হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। ১২৮ রান তাড়ায় নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় ডেভিড ওয়ার্নাররা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে এদিন ওয়ার্নার ছাড়া ব্যাট হাতে ব্যর্থ হন টপ অর্ডারের বাকি ব্যাটাররা। পৃথ্বি শ ১১ বলে ১৩ রান করে আউট হওয়ার পর, মিচেল মার্শ ৯ বলে ২ ও ফিল সল্ট ৩ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। ওয়ার্নার একাই দলের হাল ধরেন। ৪১ বলে ১১ চারের মারে তিনি যখন ৫৭ রান করে আউট হন তখন দলের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান।

শেষদিকে মনিশ পান্ডের ২৩ বলে ২১ ও অক্ষর প্যাটেলের ২২ বলে ১৯ রানে ভর করে লক্ষ্যটা সহজে পূরণ করে নেয় দিল্লি। তাতে টানা পাঁচ হারের পর আসরে প্রথম জয়ের দেখা পায় তারা।

ভরুন চক্রবর্তী, অনুকুল রায় ও নীতিশ রানার বোলিং নৈপুণ্যে সহজ লক্ষ্য দিয়েও কলকাতা লড়াইটা শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিল। ভরুণ ১৬ রান খরচায় ২ উইকেট নেন। ২ উইকেট নিতে অনুকুলের খরচ ১৯ আর নীতিশের খরচ ১৭ রান।

এর আগে অরুন জেটলি স্টেডিয়ামে নতুন ওপেনিং জুটি নিয়ে নামে কলকাতা। ইংল্যান্ডের জেসন রয়ের সঙ্গী হন লিটন দাস। রয় অনেকক্ষণ ক্রিজে থাকলেও দ্বিতীয় ওভারেই বিদায় নেন আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা লিটন। নিজের প্রথম বলে ৪ মেরে রানের খাতা খুলেন তিনি। ইশান্ত শর্মার ওই ওভারে আরও ২টি বল মোকাবিলা করেন উইকেটরক্ষক এ ব্যাটার। লিটন আবার যখন স্ট্রাইক পান, তখন বোলিংয়ে মুকেশ কুমার। তার ওভারের শেষ বলে বাউন্সারে ব্যাট লাগিয়ে শর্টমিডে ক্যাচ দেন। ৪ বলে ৪ রান করে আউট হন লিটন।

এরপর উইকেটের মিছিল চলতে থাকে কলকাতার। দলীয় ২৫ রানে ভেঙ্কটেশ আইয়ার, ৩২ রানে নীতিশ রানা, ৫০ রানে মানদিপ সিং, ৭০ রানে সিংকু সিং বিদায় নেন। ৯৩ রানে কলকাতা হারায় জোড়া উইকেট। কুলদীপ যাদবের বলে বিদায় নেন ওপেনার রয় ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা অনুকুল রয়। জেসন ৩৯ বলে করেন ৪৩ রান। অনুকুল রানের খাতাই ‍খুলতে পারেননি।

কলকাতার যখন একশর আশেপাশে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়, তখন ব্যাট হাতে হাল ধরেন আন্দ্রে রাসেল। শেষ বল পর্যন্ত টিকে থাকা রাসেল ৩১ বলে খেলেন ৩৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। বাকিদের মধ্যে মানদীপ সিং ১২ ও রিংকু ৬ রান করেন। দিল্লির হয়ে ২টি করে উইকেট পান এনরিখ নর্কিয়া, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। এক উইকেট নেন মুকেশ কুমার।

৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান কলকাতার। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে দিল্লি।

বাংলাদেশ সময়: ৪:০৭:০১   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের
ঋতুপর্ণা ঝলকে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ
জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড
ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ