সিঙ্গাপুরকে হারাতে কঠোর অনুশীলন জয়নব-প্রীতিদের

প্রথম পাতা » খেলাধুলা » সিঙ্গাপুরকে হারাতে কঠোর অনুশীলন জয়নব-প্রীতিদের
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



সিঙ্গাপুরকে হারাতে কঠোর অনুশীলন জয়নব-প্রীতিদের

তুর্কমেনিস্তানের বিপক্ষে আসরে শুভ সূচনা করলেও পরের ম্যাচে জয়ের লক্ষ্যে কঠোর অনুশীলন করেছে ফুটবলাররা। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের পরের রাউন্ড নিশ্চিত করতে জয়ের কোনো বিকল্প নেই দলের।

জয়ের আত্মতুষ্টিতে ভুগে ম্যাচ হেলায় হারাতে চায় না ফুটবলাররা। আবারো নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমে সিঙ্গাপুরের বিপক্ষের জয়ের লক্ষ্য জয়নব-প্রীতিদের।

র‌্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা, সিঙ্গাপুর সব দিক থেকেই বাংলাদেশের তুলনায় এগিয়ে। তবে, একটা জায়গায় বাংলাদেশকে দমিয়ে রাখার উপায় খুঁজে পাবে না স্বাগতিকরা। মনোবলের দিক থেকে ঢের এগিয়ে বাংলার জয়িতারা। এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের জালে গোল উৎসব করে আসরের শুভ সূচনা করেছে সৌরভী- প্রীতিরা।

তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে দল। এবার ১৭ না পেরোনো মেয়েদের সামনে কঠিন মিশন। ওদের সামনে সমীকরণ একটা। পরের ম্যাচ জিততে পারলেই, নিশ্চিত হবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব।

স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের পরের ম্যাচটায় জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে জয়নব বিবিরা। সে লক্ষ্যে রিকভারি ও সুইমিং সেশন সম্পন্ন করেছে ফুটবলাররা। তবে, আত্মতুষ্টিতে ভুগে হেলায় হারাতে চায় না ম্যাচ।

আসরের প্রথম ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামলেও প্রীতির ইনজুরি কিছুটা ভাবাচ্ছে দলকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারো সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয়ের লক্ষ্য কোচের।

বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘দলের সবার অবস্থা ভালো। শুধু প্রীতির অ্যাঙ্কেলে একটু ব্যথা আছে। সবাই আশা করছি, ভালো একটা জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাব।’

জয়ভিন্ন বিকল্প কোনো সমীকরণ নেই মেয়েদের সামনে। তবে, ডু অর ডাই ম্যাচের আগে, বিদেশের মাটিতে প্রবাসীদের সমর্থনের উৎসাহকে পুঁজি করে এগিয়ে যাওয়ার লক্ষ্য দলের।

দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘পরের রাউন্ডে যেতে এ ম্যাচের জয়ের বিকল্প নেই। সিঙ্গাপুরে যত বাংলাদেশি আছে তারা সবাই মাঠে আসছে। আমাদের মেয়েদের উৎসাহিত করছে।’

তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয়ের আত্মবিশ্বাস আর ফুটবলারদের দুর্দান্ত ছন্দ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কাজে আসবে ফুটবলারদের। ম্যাচের আগে হাতে থাকা দিনগুলোতে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়ে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী মেয়েরা। আগামী রোববার (৩০ এপ্রিল) জালান বেসার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:২৬   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়
আর্সেনালের সহজ জয়, সিটিকে রুখে দিল মোনাকো
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এমবাপ্পের হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিলো রিয়াল
ঘুরে দাঁড়িয়েও বড় ব্যবধানে হার মায়ামির
নারী বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?
চ্যাম্পিয়ন ভারতকে ২১ কোটি রুপি পুরস্কার দিচ্ছে বিসিসিআই
ফাইনালে ভারতও চাপে থাকবে, দাবি পাকিস্তান অধিনায়কের
নির্বাচকের চাকরি ছেড়ে বিসিবি নির্বাচনের মনোনয়ন কিনলেন রাজ্জাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ