টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার
বুধবার, ১০ মে ২০২৩



টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার সাবরাং শেয়ারী ঘের এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদে বিজিবির সদস্যরা সাবরাং শেয়ারী ঘের এলাকায় অভিযান চালায়। এসময় রাত নয়টার দিকে লবণের মাঠের আইলে আঁড় নিয়ে বিজিবির চৌকস দল দুইজন ব্যক্তিকে দুটি মাদকের পোটলা হাতে নিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। পরে বিজিবির সদস্যরা তাদের সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করেন। পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কাঁধে থাকা মাদকের পোটলাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া ওই পোটলা দুটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, চোরাকারবারীদের আটক করার জন্যে ওই এলাকা ও পার্শ্ববর্তী জায়গায় মঙ্গলবার রাত দশটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো মাদক কারবারি কিংবা তাদের কোনো সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের আটকের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০:৫৮:২১   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রিজভী
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ভূমিসেবার মান ও পরিমান বৃদ্ধি পেয়েছে - ভূমি উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন ও আলোচনা সভা
রাঙ্গামাটিতে ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডিও লেটার’ প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে মডেল মসজিদ : ধর্ম উপদেষ্টা
প্রতিহিংসার রাজনীতির কবর দিতে আবু সাঈদরা জীবন দিয়েছেন : শিবির সভাপতি
লক্ষ্মীপুরে গ্রাম পুলিশ সদস্যদের সমাবেশ
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান
দেশের আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ