আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া : পরিসংখ্যানে এগিয়ে যারা

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া : পরিসংখ্যানে এগিয়ে যারা
সোমবার, ১৯ জুন ২০২৩



আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া : পরিসংখ্যানে এগিয়ে যারা

ফিফা জুন উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন এশিয়া সফরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিওনেল মেসিদের এই সফর।

চীনের বেইজিংয়ে এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। তাই এ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী লে আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্দোনেশিয়ার গেলোরা ব্যাংকর্নো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ফিফা র‍্যাঙ্কিং বিবেচনায় ম্যাচটি একপেশেই হওয়ার কথা। তবে বেঞ্চের শক্তি পরীক্ষা করার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ। স্কোয়াড থেকে ছুটি দিয়েছেন লিওনেল মেসি, নিকলাস ওতামেন্ডি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তাই এই ম্যাচে সহজে উতরে যাওয়ার কথা নয় স্ক্যালোনির শিষ্যদের।

ইন্দোনেশিয়ার বিপক্ষে এবারই প্রথম খেলতে যাচ্ছে আকাশি-নীল জার্সিধারীরা। তবে বয়সভিত্তিক ফুটবলে একবার দেখা হয়েছিল এই দুই দলের। সেটাও ১৯৭৯ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে; এই ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে জোড়া গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। আর হ্যাটট্রিক পেয়েছিলেন রামন দিয়াজ।

এদিকে এ ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টাইন ভক্তদের জন্য। কারণ, বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচটি দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না।

আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ আমেরিকান একটি ওটিটি প্ল্যাটফর্ম আলবিসেলেস্তেদের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। গুগল প্লে স্টোরে ওটিটি প্ল্যাটফর্মের ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপটি পাওয়া যাবে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ‘ভিইউ স্পোর্টস’-এও (VUSport) দেখা যাবে। অন্যদিকে ফোটমোবে (fotmob) সরাসরি লাইভ স্কোর দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৩:১৮:০৮   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ