বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্যই দল ঘোষণা ভারতের

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্যই দল ঘোষণা ভারতের
সোমবার, ৩ জুলাই ২০২৩



বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্যই দল ঘোষণা ভারতের

বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারতীয় নারী ক্রিকেট দল। রোববার রাতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত।

ভারতের বিপক্ষে শুরুতে টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে, যথাক্রমে আগামী ৯, ১১ ও ১৩ জুলাই। এরপর তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন এ ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের ২০২২-২০২৫ মধ্যে রয়েছে। যা ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে এ সিরিজের পয়েন্ট কাজে আসবে।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ঘোষিত টি-টোয়েন্টি দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, এস মেঘনা, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, মিন্নু মানি

ঘোষিত ওয়ানডে দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং , অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৪১   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের
ঋতুপর্ণা ঝলকে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ
জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড
ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ