বৈচিত্রময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে ভূমি মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈচিত্রময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে ভূমি মন্ত্রণালয়
রবিবার, ২৩ জুলাই ২০২৩



বৈচিত্রময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে ভূমি মন্ত্রণালয়

ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বলেছেন ভূমির বৈচিত্রতা অসম। বিভিন্ন ধরণের কাগজপত্র এবং দলিলাদি নিয়ে কাজ করতে হয় ভূমি ব্যবস্থাপনায়, যা একটি চ্যালেঞ্জ। ভূমি মন্ত্রণালয় এই বৈচিত্রময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ এর আয়োজনে ‘ল্যান্ড অটোমেশন ইউজিং ব্লকচেইন’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এই কথা বলেন। ভূমি সচিব সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে সেমিনারে ভার্চুয়ালি যোগ দেন।

সচিব এই সময় আরও বলেন, আমরা মনে করি যেখানে চ্যালেঞ্জ, সেখানে সুযোগ সৃস্টি হয়, সেখানেই উদ্ভাবনের সুযোগ থাকে, সেখানেই এগিয়ে যাওয়ার পথ থাকে।

খলিলুর রহমান বলেন, ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমের শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করে এই ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এই ব্যবস্থা আরও সুরক্ষিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ করার জন্য ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের কোন পর্যায়ে এবং কোন ক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা যায় তার সক্ষমতা যাচাই করা হবে। এই সময় সচিব উল্লেখ করেন যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইতোমধ্যে বেশ কয়েকবার ভূমি ব্যবস্থাপনায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার কথা বলেছেন।

ভূমি সচিব তার বক্তব্যে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩-এ অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. মোজাফফর আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন পনির সহ ভূমি মন্ত্রণালয় ও ভূমিসেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ সংশ্লিষ্ট আয়োজকবৃন্দ। সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি ব্লক চেইন ডেভেলপার প্রকৌশলী তাহলিল।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪১   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য
আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স
অন্যায়ের বিরুদ্ধে মরণপণ সংগ্রামের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয় পবিত্র ‘আশুরা’: মির্জা ফখরুল
পিএসজিকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্নের
এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির
ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অর্থ উপদেষ্টা
যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ