নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করতে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করতে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
রবিবার, ২৩ জুলাই ২০২৩



নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করতে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনারা নির্বাচনে এসে পরীক্ষা করুন মানুষের কাছে আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে। আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না। অসাংবিধানিকভাবে আপনারা কথা বলেন। নির্বাচনে আসুন পরীক্ষা হয়ে যাক কার কতটুকু শক্তি আছে। কার কতখানি ভোট আছে। নির্বাচনে আসলেই তা প্রমাণ হয়ে যাবে।

রবিবার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা, সাটুরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে স্বাস্থ্যমন্ত্রীকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আপনারা (বিএনপি) এই দেশকে দেউলিয়া করে দিয়েছেন। এই দেশকে কখনোই আপন করে নিতে পারেননি। এখন আপনারা হুমকি দেন আওয়ামী লীগকে তাড়িয়ে দিবেন। আওয়ামী লীগ এতো ছোট সংগঠন বা দল নয়, এটি হিমালয় পর্বতের মত দাঁড়িয়ে আছে। হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিতে পারেনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সময় আমরা দেশের জনগণকে বিনামূল্যে প্রায় ৩৫ কোটি ডোজ ভ্যাকসিন দিয়েছি। যার মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। বিদেশী সমালোচকদেও উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কোথায় আজ। তখনতো বলেছিলেন আমাদের দেশে প্রতিদিন ৫ থেকে ১০ হাজার লোক মারা যাবে। আপনারা বলেছিলেন আমরা মানুষের চিকিৎসা করাতে পারবোনা। বাংলাদেশের প্রতিটা মানুষ চিকিৎসা ও করোনার ভ্যাকসিন পেয়েছে।’

জাহিদ মালেক আরো বলেন, ‘আমেরিকা থেকে বলা হয়েছিল বাংলাদেশ একটা বটম লেস বাস্কেট। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ কারো কাছে হাত পাতে না। বাংলাদেশ নিজেরা অন্যদেশকে লোন দিয়ে থাকে। বিদেশীরা বলেছিল পদ্মা সেতু বাংলাদেশ তৈরি করতে পারবেনা। এটা নিয়ে অনেক চক্রান্ত হয়েছিল। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছি নিজের অর্থায়ণে কিভাবে পদ্মা সেতু তৈরি করতে হয়। এটাই শেখ হাসিনার উন্নয়ন।’

বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয় বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের সাতটি উপজেলা ও দুইটি পৌরসভায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এসব কাজের মাধ্যমে তিনি আমাদের জনগণের কাছে ভোট চাওয়ার সুযোগ করে দিয়েছেন। মানিকগঞ্জ জেলা একটা সময় অনেক অবহেলিত ছিল। আর এখন এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমাদের চরাঞ্চলের জনগণের জন্য সাবমেরনি কেবলের মাধ্যমে বিদ্যুৎ দিয়েছি আমরা। আমাদের সরকার জনগণের জন্য কাজ করেছেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি ও পৌর মেয়র রমজান আলী, যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২২:২৯   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পেনশন ও রিটায়ার্ড সার্ভিস সেকশন চালুর ঘোষণা ডিএমপি কমিশনারের
খিলগাঁও তালতলা মার্কেটে চালু হলো ক্যাশলেস লেনদেন ব্যবস্থা
পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী
পর্যটন কর্পোরেশনের শূন্যপদ পূরণে পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির
বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন : কৃষিমন্ত্রী
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : ডেপুটি স্পীকার
বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার
শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্তমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমে আসবে : ধর্মমন্ত্রী
ঝালকাঠিতে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ