চট্টগ্রামে ডেঙ্গুর নতুন উপসর্গ, মৃত ২৫ জনের ১৪ জনই শিশু

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ডেঙ্গুর নতুন উপসর্গ, মৃত ২৫ জনের ১৪ জনই শিশু
সোমবার, ৩১ জুলাই ২০২৩



চট্টগ্রামে ডেঙ্গুর নতুন উপসর্গ, মৃত ২৫ জনের ১৪ জনই শিশু

চট্টগ্রামে ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশুরা। শরীর ফুলা, পেট ব্যথা ও ডায়রিয়াসহ নানা নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে শিশুদের মধ্যে। এছাড়া জেলায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৪ জনই শিশু; আক্রান্তের হারও ২৫ শতাংশের বেশি।

রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় সহজেই কাবু হচ্ছে শিশুরা বলে জানান চিকিৎসকরা।

সিভিল সার্জনের তথ্য মতে, চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর ২৫ জনের মধ্যে ১৪ জনই শিশু। আর আক্রান্তের হার ২৫ শতাংশের বেশি। পেট ব্যথা, নাক দিয়ে রক্ত, ডায়রিয়া ও শরীর ফুলাসহ নানা নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুর স্বজনরা জানান, ডেঙ্গু আক্রান্ত শিশুর কান্না যেন থামছেই না। ছোট্ট শিশুরা জ্বর, বমিসহ ডেঙ্গুর নানা উপসর্গের যন্ত্রণা ভাষায় প্রকাশ করতে না পারলেও ঠিকই অনুভব করছেন তাদের মা। তাই সন্তানের কষ্টের ছোঁয়া মায়ের চোখে মুখেও। চট্টগ্রাম মেডিকেলের শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসা নেয়া ২১ শিশুর সব মায়ের একই অবস্থা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শিশুরা সবচেয়ে বেশি ডেঙ্গু জ্বরের ঝুঁকিতে রয়েছে। উপসর্গ হিসেবে শিশুদের প্রচণ্ড জ্বর হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এছাড়া মশা সম্পর্কে না জানায় মৃত্যু ও আক্রান্ত বেশি হচ্ছে।

চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ হোসেন চৌধুরী বলেন, প্রথম তিন দিনের পরে ৪ থেকে ৭ দিনের মধ্যে জটিলতা দেখা দেয়।

গত ১৭ জুলাই মাত্র ১০ মাস বয়সী রাজশ্রী ও এর আগে ৪ জুলাই শ্রাবন্তির মৃত্যু নাড়া দিয়েছিল পুরো নগরবাসীকে।

বাংলাদেশ সময়: ১১:০০:৫০   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ
খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে গেছেন : আমীর খসরু
চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্ত পুলিশ সুপার
আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি : হাসনাত
সেন্টমার্টিনের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ
শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী : সালাহউদ্দিন
কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ
শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ পুনর্গঠনে ব্যবহার করব : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ