মৌসুমের প্রথম ম্যাচেই এমি মার্টিনেজের পাঁচ গোল হজম

প্রথম পাতা » খেলাধুলা » মৌসুমের প্রথম ম্যাচেই এমি মার্টিনেজের পাঁচ গোল হজম
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



মৌসুমের প্রথম ম্যাচেই এমি মার্টিনেজের পাঁচ গোল হজম

গত মৌসুমে লিগে সেরা চারে শেষ করে চমক দেখিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। গ্রীষ্মকালীন দলবদলে আরও শক্তি বাড়িয়ে নিয়েছে প্রিমিয়ার লিগের দলটি। লক্ষ্য এবার লিগ শিরোপার লড়াইয়ে সামিল হওয়া। সে লক্ষ্যে শুরুটা দারুণ হয়েছে ম্যাগপাইদের। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দল অ্যাস্টন ভিলাকে রীতিমতো বিধ্বস্ত করেছে এডই হাওয়ের দল।

শনিবার (১২ আগস্ট) সেইন্ট জেমস পার্কে অ্যাস্টন ভিলাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেড। জোড়া গোল করেছেন ম্যাগপাইদের সুইডিশ স্ট্রাইকার অ্যালেক্সান্ডার ইসাক। বাকি গোলগুলো করেন সান্দ্রো টোনালি, ক্যালাম উইলসন ও হার্ভি বার্নস। অ্যাস্টন ভিলার পক্ষে একটি গোল শোধ করেন মৌসা দিয়াবি।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই সান্দ্রো টোনালি লিড এনে দেন নিউক্যাসলকে। চলতি দলবদলে এসি মিলান থেকে ম্যাগপাই শিবিরে যোগ দেওয়া এই ইতালিয়ান মিডফিল্ডার প্রিমিয়ার লিগে অভিষেকেই গোল পেলেন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের দৌলতে ফুলে ফেঁপে ওঠা নিউক্যাসল। ১১ মিনিটে মৌসা দিয়াবি সমতায় ফেরায় অ্যাস্টন ভিলাকে।

১৬তম ফের এগিয়ে যায় নিউক্যাসল। সেভন বোটমানের পাস থেকে গোল করে ম্যাগপাইদের এগিয়ে দেন অ্যালেক্সান্ডার ইসাক। প্রথমার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে হলুদ কার্ড দেখেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমি মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নিউক্যাসল। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইসাক। গত মৌসুমে নিউক্যাসলে যোগ দিয়ে লিগে ১০ গোল করা এই ২৩ বছর বয়সী এবার প্রথম ম্যাচেই পেল জোড়া গোলের দেখা।

৬৮ মিনিটে অ্যান্থনি গর্ডনের বদলি হিসেবে নামেন ইংলিশ মিডফিল্ডার হার্ভি বার্নস। ইসাককেও তুলে ক্যালাম উইলসনকে নামান নিউক্যাসল কোচ হাও। পরের দুই গোলেই ভূমিকা রেখে আস্থার প্রতিদান দেন বার্নস। গোল করেন উইলসনও।

৭৭ মিনিটে ম্যাগপাইদের চতুর্থ গোলটি আসে বার্নস-উইলসন যুগলবন্দীতে। ২৫ বছর বয়সী বার্নসের পাস থেকে গোল করেন উইলসন। আর পঞ্চম গোলটি নিজেই করেন বার্নস। যোগ করা সময়ের প্রথম মিনিটে জ্যাকব মারফির পাস থেকে বল জালে জড়ান তিনি।

এই জয়ে প্রিমিয়ার লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করল নিউক্যাসল। লিগে পরের ম্যাচেই তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। অন্যদিকে এই ম্যাচে হার মানা অ্যাস্টন ভিলা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে গত মৌসুমে অল্পের জন্য রেলিগেশনের হাত থেকে বাঁচা এভারটনের।

এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে গতবারের রানার্সআপ আর্সেনাল। ২-১ গোলে গানাররা হারিয়েছে নোটিংহ্যাম ফরেস্টকে। ২৬ মিনিটে এডই এনকেইটাহ এগিয়ে দেন গানারদের। এরপর ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ৮২ মিনিটে তাইয়ো আয়োনিয়ি একটি গোল শোধ করেন।

বাংলাদেশ সময়: ১১:২২:৩৮   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
আফগানদের ১৪৩ রানে আটকাল বাংলাদেশ
বার্সার জালে সেভিয়ার এক হালি গোল
ভিনি-এমবাপ্পের গোলে শীর্ষে ফিরলো রিয়াল
মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে বড় জয় মায়ামির
শেষ সময়ের গোলে লিভারপুলের হারে শীর্ষে আর্সেনাল
দেশের ক্রিকেট বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
রংপুরের বিপক্ষে রাজশাহীর অবিশ্বাস্য জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ