প্রতীকী ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের তাসলিমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতীকী ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের তাসলিমা
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



প্রতীকী ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের তাসলিমা

বাংলাদেশে এক দিনের জন্য প্রতীকী ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন কিশোরী ‘তাসলিমা’। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’ বাংলাদেশের বিশেষ ক্যাম্পেইন ‘গার্লস টেকওভার’ ইভেন্টের অংশ হিসেবে তাসলিমা এই দায়িত্ব পালন করেন। আজ বৃহস্পতিবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গার্লস টেকওভার’ হলো বিশ্বব্যাপী একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে তাসলিমা ছাড়াও কিশোরী স্বপ্না এক দিনের জন্য কানাডীয় দূতাবাসের এবং কিশোরী সানজানা সুইডিশ দূতাবাসের দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে তাসলিমা বলেন, ‘সমাজে নিজেদের একটি দৃঢ় অবস্থানে নিয়ে যেতে এই সুযোগটি আমার কমিউনিটির মেয়েদের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তারা এখান থেকে অনুপ্রাণিত হবে।
এই অভিজ্ঞতাটি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’

তাসলিমা ভবিষ্যতে তার কমিউনিটির মেয়েদের জন্য একটি টেকসই অবস্থান তৈরির লক্ষ্যে জেন্ডার সমতা এবং নারী অধিকারের পক্ষে কাজ করতে চান। তিনি কিশোরী যুব নারী ক্লাবের সদস্য। বয়ঃসন্ধিকালীন মেয়েদের জীবন দক্ষতা বৃদ্ধির শিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নেতৃত্বের বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, স্বপ্ন পূরণের জন্য সকলকে এগিয়ে যেতে হবে। কারণ শিক্ষা অর্জন এবং কঠোর পরিশ্রম করে সব কিছুই করা সম্ভব। তাই স্বপ্ন দেখতে থাকুন। নারী ও মেয়েরা যাতে সমাজে শক্তিশালী অবদান রাখতে পারে সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০২:১৩   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড
কদম রসূল সেতুর এপ্রোচ সড়কের মুখটি পুনঃনির্ধারণ দাবিতে সংবাদ সম্মেলন
ফরিদপুরের চরভদ্রাসনে কৃতি স্কুল শিক্ষার্থীদেরকে মেধা বৃত্তি প্রদান
নারায়ণগঞ্জে মডেল গ্রুপে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা
কাতার আমিরের এয়ার এম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : টুকু
মহান মে দিবস উপলক্ষ্যে ছায়া সংসদ বিতর্ক : শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা
জামালপুরে এনজিও থেকে টাকা তুলে না দেওয়ায় গৃহবধূকে মারধর
সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না : চরমোনাই পীর
দেশের মানুষ এখনো আর্সেনিকযুক্ত পানি পান করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ