মিলানকে উড়িয়ে শীর্ষে পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » মিলানকে উড়িয়ে শীর্ষে পিএসজি
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



মিলানকে উড়িয়ে শীর্ষে পিএসজি

চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচেই নিউক্যাসল ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হয়েছিল পিএসজি। সেই ধাক্কা সামলে গতকাল রাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। ইউরোপের অন্যতম সফল দল এসি মিলানকে ৩-০ গোলে হারিয়ে পিএসজির উঠে এসেছে গ্রুপের শীর্ষে। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি ও লি কাং-লি।

পার্ক দ্যা প্রিন্সেসে আক্রমণ পালটা আক্রমণে চলে ম্যাচ। শুরু থেকেই দুই দল গোছানো ফুটবল খেলার চেষ্টা করে তবে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি। এমবাপ্পে দুইবার মিলানের রক্ষণ ভাঙার চেষ্টা করেও জাল খুঁজে পাননি। অবশেষে ৩২ মিনিটে সক্ষম হন এমবাপ্পে।
জাইরে এমেরির পাস ধরে এমবাপ্পের নিচু করে নেওয়া শট জড়িয়ে যায় জালে।

মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়িয়ে নেয় পিএসজি। উসমান দেম্বেলের গতির শট গ্লাভসে নিতে পারেননি গোলরক্ষক মাইক মাইগান, ফিরতি বল জালে পাঠান কোলো মুয়ানি। ম্যাচের ৬৩ মিনিটে এসে প্রথমবার গোলের জন্য শট নেয় মিলান।
এরপর আরও তিনবার চেষ্টা করেও গোলের দেখা পায়নি। এবারের আসরের তিন ম্যাচে এখনো গোল করতে পারেনি ইতালির ক্লাবটি। শেষ দিকে ব্যবধান কমাতে তো পারেইনি মিলান উলটো তৃতীয় গোল হজম করে। পিএসজির হয়ে ব্যবধান বাড়ান লি কাং-লি।

‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
তিন ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। চার পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে যথাক্রমে ডর্টমুন্ড ও নিউক্যাসল। দুই পয়েন্ট নিয়ে চারে মিলান।

বাংলাদেশ সময়: ১১:৪৪:৫৩   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ