পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

দেশের উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। ক্রমাগত বাড়ছে শীতের মাত্রা। গত দুদিনে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। দুদিনের তাপমাত্রার রেকর্ড দেশের সর্বনিম্ন বলে জানিয়েছেন প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ৩ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ২ ডিসেম্বর ১৬ দশমিক ২ ও ১ ডিসেম্বর ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমালয় কন্যাখ্যাত জেলায় নভেম্বর মাস থেকে শুরু হয়েছে শীতের আমেজ। দিন দিন তাপমাত্রা কমার সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের পরশ।

দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেল গড়ালেই হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়তে থাকে শীতের প্রকোপ। ভোরে দেখা মেলে কুয়াশার চাদরে জড়িয়েছে প্রকৃতি। সে কুয়াশায় ঠান্ডা অনুভূত হচ্ছে। শীত ঘিরে বেড়েছে শীতের পোশাকের চাহিদা।

স্থানীয়রা জানান, এ অঞ্চলে পৃথিবীর উচ্চতম হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্ঘ থাকায় শীতের অক্টোবরের শেষ থেকে শুরু হয় শীতের আমেজ। নভেম্বরের শুরু থেকে কমতে থাকে তাপমাত্রা। গত কয়েক বছর ধরে অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত নামতে দেখা যায়।

শীতের আগমনে উপজেলার বিভিন্ন হাটবাজারে ফুটপাট দোকানে নিম্নবিত্ত মানুষেরা কাপড় কিনছেন। লেপ-তোষক দোকানগুলোতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা।

এদিকে শীত ঘিরে বেড়েছে শীতজনিত রোগ। এসব রোগব্যাধি থেকে সুরক্ষিত থাকতে চিকিৎসকরা শীতে রোগীদের স্বাস্থ্যসেবা মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য এলাকা থেকে এ জেলায় শীতের আগমন ঘটে আগে। যার কারণে নভেম্বর থেকেই শীতের আমেজ শুরু হয়। গত তিনদিন ধরে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সোমবার সকালে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশে সর্বনিম্ন। তবে গত রোববার সকালে ১৩ ও শনিবার ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সামনে তাপমাত্রা আরও কমে আসবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০:৩৫:৫৮   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু
মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার
তরুণদের নিয়ে জলবায়ু অভিযোজনে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মাহমুদুর রহমান
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু
তদন্তের স্বার্থে ১৫ দিন সব ইউনিটের কার্যক্রম বন্ধ
সংস্কারবিহীন নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: মুহাম্মদ তাহের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ