পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

দেশের উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। ক্রমাগত বাড়ছে শীতের মাত্রা। গত দুদিনে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। দুদিনের তাপমাত্রার রেকর্ড দেশের সর্বনিম্ন বলে জানিয়েছেন প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ৩ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ২ ডিসেম্বর ১৬ দশমিক ২ ও ১ ডিসেম্বর ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমালয় কন্যাখ্যাত জেলায় নভেম্বর মাস থেকে শুরু হয়েছে শীতের আমেজ। দিন দিন তাপমাত্রা কমার সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের পরশ।

দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেল গড়ালেই হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়তে থাকে শীতের প্রকোপ। ভোরে দেখা মেলে কুয়াশার চাদরে জড়িয়েছে প্রকৃতি। সে কুয়াশায় ঠান্ডা অনুভূত হচ্ছে। শীত ঘিরে বেড়েছে শীতের পোশাকের চাহিদা।

স্থানীয়রা জানান, এ অঞ্চলে পৃথিবীর উচ্চতম হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্ঘ থাকায় শীতের অক্টোবরের শেষ থেকে শুরু হয় শীতের আমেজ। নভেম্বরের শুরু থেকে কমতে থাকে তাপমাত্রা। গত কয়েক বছর ধরে অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত নামতে দেখা যায়।

শীতের আগমনে উপজেলার বিভিন্ন হাটবাজারে ফুটপাট দোকানে নিম্নবিত্ত মানুষেরা কাপড় কিনছেন। লেপ-তোষক দোকানগুলোতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা।

এদিকে শীত ঘিরে বেড়েছে শীতজনিত রোগ। এসব রোগব্যাধি থেকে সুরক্ষিত থাকতে চিকিৎসকরা শীতে রোগীদের স্বাস্থ্যসেবা মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য এলাকা থেকে এ জেলায় শীতের আগমন ঘটে আগে। যার কারণে নভেম্বর থেকেই শীতের আমেজ শুরু হয়। গত তিনদিন ধরে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সোমবার সকালে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশে সর্বনিম্ন। তবে গত রোববার সকালে ১৩ ও শনিবার ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সামনে তাপমাত্রা আরও কমে আসবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০:৩৫:৫৮   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
এ সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে: ইসি সচিব
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক
ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ