৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হবে : হানিফ

প্রথম পাতা » খুলনা » ৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হবে : হানিফ
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হবে : হানিফ

আগামী ৭ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শনিবার কুষ্টিয়া পিটিআই রোডস্থ এলাকায় সাধারণ মানুষের মাঝে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, যারা নির্বাচন বন্ধ করার জন্য এবং বানচাল করার জন্য বহু চেষ্টা চালিয়েছিল, তারা ব্যর্থ হয়ে এবং হতাশা গ্রস্থ হয়ে বিভিন্ন প্রলাপ বকছে। জনগণ এখন নির্বাচনের উৎসব আনন্দে মেতে আছে এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে দেশের উন্নয়ন চান নাকি দেশকে পেছনে ফেলতে চান। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩২   ১৩৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
খুলনায় মে দিবস পালিত
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
পুকুরে মিলল মাদরাসাছাত্রের হাত-পা বাঁধা মরদেহ
চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি
আস্থা রাখার অনুরোধ শিক্ষা উপদেষ্টার, তবুও অনড় শিক্ষার্থীরা
সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে : রিজওয়ানা হাসান
যশোরে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার
আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ