৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হবে : হানিফ

প্রথম পাতা » খুলনা » ৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হবে : হানিফ
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হবে : হানিফ

আগামী ৭ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শনিবার কুষ্টিয়া পিটিআই রোডস্থ এলাকায় সাধারণ মানুষের মাঝে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, যারা নির্বাচন বন্ধ করার জন্য এবং বানচাল করার জন্য বহু চেষ্টা চালিয়েছিল, তারা ব্যর্থ হয়ে এবং হতাশা গ্রস্থ হয়ে বিভিন্ন প্রলাপ বকছে। জনগণ এখন নির্বাচনের উৎসব আনন্দে মেতে আছে এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে দেশের উন্নয়ন চান নাকি দেশকে পেছনে ফেলতে চান। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৩২   ১৬৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
জনগণ যাদের দায়িত্ব দেবেন তারাই দেশ চালাবেন: নার্গিস বেগম
বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা
ছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব
ঝিনাইদহে ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলেন প্রতিপক্ষরা
বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: পরওয়ার
খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ