প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্র-ছাত্রীদের আত্মনিবেদন করতে হবে - পার্বত্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্র-ছাত্রীদের আত্মনিবেদন করতে হবে - পার্বত্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্র-ছাত্রীদের আত্মনিবেদন করতে হবে - পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ছাত্রছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সাথে সাথে সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্রছাত্রীদের আত্মনিবেদন করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম ও শিশুদের তাদের দিকে তাকিয়ে আছে আগামীর স্মার্ট বাংলাদেশ। আগামীতে তারাই স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে কাজ করবে। একদিন তারাই দেশের উন্নয়নে প্রতিনিধিত্ব করবে। দেশের উন্নয়নে কাজ করার জন্য যোগ্য নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবে। একদিন তারাই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করবে বলে মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত চাকমাসহ খাগড়াছড়ি জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোসলেম উদ্দিন।

সভাশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন পার্বত্য প্রতিমন্ত্রী। এরপর স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩৯   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
নিরাপদ ও গুণগত চিংড়ি উৎপাদন নিশ্চিত করা জরুরি : মৎস্য উপদেষ্টা
৩০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ধর্মীয় বৈচিত্র মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিবেন - কর্নেল একরামুল রাহাত
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, হাদি ইস্যুতে রিজভীর প্রশ্ন
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে - স্বাস্থ্য উপদেষ্টা
হোমনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয় করবেন নতুন পুলিশ সুপার
চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ