সিলেটে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



সিলেটে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে রূপালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সিলেটের এয়ারপোর্ট রোডের এডভেঞ্চার ওয়ার্ল্ডে আয়োজিত রূপালী ব্যাংক পিএলসি, সিলেট বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৩টি জোনাল অফিসের জোনাল প্রধানগণ, ৫১ টি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন। এছাড়াও সিলেট বিভাগের রূপালী ব্যাংক পিএলসি এর অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাগণ উপস্তিত এ সম্মেলন উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রূপালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, সেবামূলক প্রতিষ্ঠানে যদি সেবার মান উন্নত হয়, তবেই সেই প্রতিষ্ঠানকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আর জীবনে তারাই সফল যারা জীবনে বহুদূর যায়। আমি আপনাদের নিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।
তিনি বলেন, রূপালী ব্যাংকের বর্তমান অবস্থান আপনাদের সকলের সহযোগিতার ফসল। গ্রাহকরা ভালো সার্ভিস পেয়ে আসছে বিধায় রূপালী ব্যাংকের আজকের এই অবস্থান। মহান রাব্বুল আল আমিন আমাদের মনের আকাক্সক্ষ পূরণ করে দিয়েছেন। আমরা যেন গর্ব করে বলতে পারি আমরা রূপালী ব্যাংকের কর্মী। আগামীতে যাতে রূপালী ব্যাংক আরো সফলতা অর্জন করে সেজন্য তিনি সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ব্যাংকার কমল ভট্টাচার্য্য এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান, নুরুল ইসলাম খান, প্রশান্ত কুমার শীল এবং পিও শেখ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এ ছাড়া ও রূপালী ব্যাংক পিএলসি এর বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:১৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা
চমক নিয়ে আসছে ‘মির্জাপুর ৪’
‘মুক্তিযোদ্ধা কোটা সুবিধা কারা পাবে জানতে রিভিউ করা হবে’
পুলিশ হত্যার মাস্টারমাইন্ড ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬
নারায়ণগঞ্জে নারী সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল গাজীপুর থেকে গ্রেপ্তার
সরকারকে আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান
৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পরই চালু হবে শিক্ষা কার্যক্রম: ঢাবি উপাচার্য
মা হারালেন ফারহা খান-সাজিদ খান
অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ