বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে সাকিব-তামিমদের একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে সাকিব-তামিমদের একাদশ
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে সাকিব-তামিমদের একাদশ

চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ মাঠে গড়াতে যাচ্ছে। যেখানে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। রংপুর–বরিশাল মুখোমুখি হওয়া মানেই সাকিব বনাম তামিম লড়াই। ভক্ত সমর্থকরাও মুখিয়ে আছেন দেশের এই দুই তারকার দ্বৈরথ দেখতে। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আজকের আগে চলতি আসরে আরও দুইবার মুখোমুখি হয়েছে তামিম-সাকিবের দল। মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। আবার চট্টগ্রামে গিয়ে দ্বিতীয় সাক্ষাতে রংপুর জয় পেয়েছে ১ উইকেটে। আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যে কারণে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার।

রংপুরের হয়ে আসরের শুরুতে ব্যাট হাতে ধুঁকছিলেন সাকিব। প্রথম চার-পাঁচ ম্যাচে তো খেলেছেন অনেকটা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। তবে এরপর থেকে অলরাউন্ডার সাকিবকে পেয়েছে রাইডার্সরা। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে এখন আসরের অন্যতম সেরা পারফর্মার এই অভিজ্ঞ অলরাউন্ডার। এখনও পর্যন্ত ব্যাট হাতে ১২ ম্যাচে ২৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট।

রংপুরে সাকিব ছাড়া আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বরিশালের বিপক্ষে রাইডার্সদের ট্রাম্পকার্ড হতে পারেন জিমি নিশাম। এই কিউই অলরাউন্ডার ব্যাট-বল দুই জায়গায়ই বেশ ধারাবাহিক। তাছাড়া দলটির বিদেশি রিক্রুট নিকোলাস পুরণ, ফজল হক ফারুকিরা নিজেদের দিনে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

অন্যদিকে, বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার ব্যাট হাতে দলের সেরা পারফর্মার তো বটেই আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায়ও আছেন শীর্ষ দুইয়ে। ১৩ ইনিংসে প্রায় ৩৭ গড়ে করছেন ৪৪৩ রান।

তামিম ছাড়াও জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আছেন বরিশাল শিবিরে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মেহেদি হাসান মিরাজরা বেশ পরীক্ষিত। তারা সবাই বড় ম্যাচের চাপ সামলে অভ্যস্ত। তাছাড়া ডেভিড মিলার কিংবা কাইল মেয়ার্সের মতো বিদেশি তারকারাও বরিশালকে শক্তি যোগাচ্ছে।

এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে জয় পাওয়া বরিশাল একাদশে আজ পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া রংপুর প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। ধারণা করা হচ্ছে আজকের ম্যাচে একজন দেশি পেসার কমিয়ে খেলাতে পারে অতিরিক্ত আরও একজন ব্যাটারকে। সেক্ষেত্রে ফজলে মাহমুদ রাব্বির খেলার সুযোগ রয়েছে।

রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ

সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ), রনি তালুকদার , শেখ মেহেদী, শামীম হোসেন, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি, নিকোলাস পুরান, ফজল হক ফারুকী, জিমি নিশাম ও মোহাম্মদ নবী।

ফরচুন বরিশাল সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

বাংলাদেশ সময়: ১৫:১০:২৭   ৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে ভারত
মরক্কোর বিপক্ষে হেরে ফিফার কাছে অভিযোগ করল আর্জেন্টিনা
বাংলাদেশ সফরে আসছে আমিরাত ক্রিকেট দল
সেমিফাইনালের সমীকরণ মেলাতে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ
ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন
রাজসিক সংবর্ধনায় আর্জেন্টিনাকে বরণ করে নিলো সমর্থকরা
তিন বিভাগে বাফুফের ‌‘ফুটবল ফর হেলথ’
ইংল্যান্ডকে কাঁদিয়ে রেকর্ড চতুর্থ ইউরো শিরোপা জিতলো স্পেন
শক্তিশালী কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
পেনাল্টিতে কানাডাকে হারিয়ে কোপার তৃতীয় স্থান অর্জন করলো উরুগুয়ে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ