আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স

প্রথম পাতা » খেলাধুলা » আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স
শনিবার, ২ মার্চ ২০২৪



আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স

ক্লাব কাপ হকির টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল মেরিনার্স ইয়াং ক্লাব। গত আসরের মতো এবারো আবাহনীকে দর্শক বানিয়ে শিরোপা-উৎসব মেরিনার্সের। আজ ফাইনালে আকাশি-নীলদের হারিয়েছে ২-০ গোলে। মেরিনার্সের হয়ে গোল করেছেন দীপক ও ফজলে হোসেন রাব্বী।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ভালো শুরু করেছিল আবাহনী। আক্রমণাত্মক হকিতে মেরিনার্সকে চেপে ধরে তারা। পাঁচ মিনিটের মধ্যে দুইবার মেরিনার্সের রক্ষণ কাপিয়ে দেয়। তবে মেরিনার্সের গোলরক্ষক আবু সাইদ নিপ্পনের দৃঢ়তায় রক্ষা পায় দলটি।
আবাহনীর দুটি আক্রমন ভেস্তে যায় তার দক্ষতায়।

সময় বাড়লে নিজেদের গুছিয়ে নিতে থাকে মেরিনার্স। পরপর কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে আবাহনীর ওপর চাপ বাড়ায়। সুবাদে ২০ মিনিটে এগিয়ে যায় মেরিনার্স।
সার্কেলের ভেতর থেকে ভারতীয় ফরোয়ার্ড দীপকের কোনাকুনি হিট আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করে জড়িয়ে যায় জালে।

দুই মিনিট পর একটি পেনাল্টি কর্নার নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানায় মেরিনার্স। তাতে খেলা বন্ধ থাকে প্রায় ১৫ মিনিট। আম্পায়ার শুরুতে পেনাল্টি কর্নার না দিলেও পরবর্তীতে পেনাল্টি কর্নারের বাঁশি বাজান। এতে আপত্তি জানিয়ে মাঠের এক কোণে চলে যান মেরিনার্সের খেলোয়াড়রা।
এরপর বেশ কিছুক্ষণ আলোচনার পর আম্পায়ার পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেন। তবে তা থেকে সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী।

তৃতীয় কোয়ার্টারে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেরিনার্স। পেনাল্টি স্ট্রোক থেকে দলকে এগিয়ে নেন ফজলে। তাতে ম্যাচ হেলে পড়ে মেরিনার্সের দিকে।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। টানা দুটি পেনাল্টি কর্নারও পায় তারা, কিন্তু ম্যাচে ফেরার রসদ আর পায়নি। ফলে ২-০ গোলের জয়ে শিরোপা-উৎসবে মাতেন মেরিনার্সের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫০   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের ‘হেক্সা’
হেসেখেলে ৭ ‍উইকেটে জিতল ভারত
সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
রোববার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিটির বড় জয়, পিএসজিকে হারাল আর্সেনাল
আপিলে জেতায় বাতিল ব্রুনোর লাল কার্ড, উঠে গেল নিষেধাজ্ঞা
দুই দিনের রোমাঞ্চে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত
হেড-শর্টের নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয় অস্ট্রেলিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ