নাপোলিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » নাপোলিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
বুধবার, ১৩ মার্চ ২০২৪



নাপোলিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

শেষ ষোলোর প্রথম লেগ ড্রয়ে শেষ হওয়ায় ফিরতি লেগ হয়ে দাঁড়িয়েছিল বাঁচা-মরার লড়াই। আর তাতে নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে গতকাল রাতে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে জাভি এর্নান্দেসের শিষ্যরা। এর আগে নাপোলির মাঠে প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে বার্সার জয় ৪-২ ব্যবধানে।

গত দুই মৌসুমে গ্রুপ পর্ব পেরোতে না পারা বার্সা অবশেষে পেল শেষ আটের টিকিট। দাপুটে জয়ের পথে তারা শুরু থেকেই চেপে ধরেছিল নাপোলিকে। একের পর এক আক্রমণে ১৫তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। রাফিনিয়ার কাটব্যাক বক্সে পেয়ে জাল খুঁজে নেন ফেরমিন লোপেজ।

দুই মিনিট পরে পাল্টা-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে কাতালান জায়ান্টরা। লামিন ইয়ামালের বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে শট নেন রাফিনিয়া। কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে, তবে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন হুয়াও কানসেলো। পিছিয়ে পড়া নাপোলি ৩০তম মিনিটে আমির রাহমানির শটে ব্যবধান কমায়।

দ্বিতীয়ার্ধে বার্সার আক্রমণের গতি কিছুটা কমে আসে। নাপোলিও রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে আবার আক্রমণেও উঠে আসে। তবে সুযোগ কাজে লাগায় বার্সা। ৮৩তম মিনিটে সের্হিয়ো রবের্তোর পাসে জাল খুঁজে নেন রবার্ট লেভানদোভস্কি। আর তাতেই শেষ আট নিশ্চিত হয়ে যায় বার্সার।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫২   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাজশাহীকে রেকর্ড ব্যবধানে হারিয়ে ঢাকার প্রথম জয়
প্রতিপক্ষের জালে ম্যানসিটির ৮ গোল
নতুন বছরে মাঠে নেমেই গোল রোনালদোর, জয় পেল আল নাসর
মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল
খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী
রংপুরকে বড় লক্ষ্য দিলো বরিশাল
বিলবাওকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ
মোহামেডানকে ২ বছর পর হারাল আবাহনী
রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ