চকরিয়া সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে সাংবাদিকের উপর সশস্ত্র হামলায়

প্রথম পাতা » চট্টগ্রাম » চকরিয়া সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে সাংবাদিকের উপর সশস্ত্র হামলায়
বুধবার, ১ মে ২০২৪



চকরিয়া সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে সাংবাদিকের উপর সশস্ত্র হামলায়

কক্সবাজারের চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ। ওই সময় দুটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছেন হামলাকারীরা। আহত মোহাম্মদ উল্লাহ মানবজমিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে চকরিয়া থানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ উল্লাহ জানান, জাফর আলমের নেতৃত্বে একদল সশস্ত্র লোক তাকে দেখেই হঠাৎ হামলা করেন। কী কারণে হামলা করেছেন, বোঝা যাচ্ছে না। তবে সম্প্রতি কিছু সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা হতে পারে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী হামলার ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনা শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে ভিকটিম লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জাফর আলম চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য। তিনি গতবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের কাছে পরাজিত হন তিনি। এরপর দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ইতিমধ্যে মনোনয়নপত্র বৈধও ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

হামলার ব্যাপারে জাফর আলমের ব্যক্তিগত ফোনে কল করা হলে ফোন রিসিভ করে ভিন্ন একজন। তিনি বলেন, ‘জাফর স্যার বিশ্রামে, এখন কথা বলতে পারবেন না।’

বাংলাদেশ সময়: ১০:৫৫:২১   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক
চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা
কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা
পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩
রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা
ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না : এ্যানি
টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ
চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু, নতুন শনাক্ত ১২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ